Cooch Behar | ফুটপাথে রেইনকাট, দুর্ঘটনার শঙ্কা

Cooch Behar | ফুটপাথে রেইনকাট, দুর্ঘটনার শঙ্কা

শিক্ষা
Spread the love


কোচবিহার: গত দু’দিনের বৃষ্টিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাথের একাংশজুড়ে রেইনকাটের সৃষ্টি হয়েছে। ব্যস্ততম রাস্তাগুলির ফুটপাথের এই পরিস্থিতিতে যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারীরা। বিষয়টি নিয়ে কেন সংশ্লিষ্ট দপ্তরের কোনও হেলদোল নেই, তা নিয়ে প্রশ্ন তুলছেন সকলে। যদিও এবিষয়ে পূর্ত দপ্তরের আধিকারিক মৃন্ময় দেবনাথ বলেন, ‘বৃষ্টির সময় প্রতিবারই এধরনের ঘটনা ঘটে। আমরা এবিষয়ে দ্রুত পদক্ষেপ করছি।’

শহরের দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাব সংলগ্ন এলাকায় ফুটপাথের একাংশজুড়ে রেইনকাটের সৃষ্টি হয়েছে। রাস্তাটি দিয়ে দ্রুতগতিতে যান চলাচল করায় বৃহস্পতিবার সন্ধ্যায় ফুটপাথের ওই অংশে পড়ে গিয়ে খানিকটা আহত হন এক তরুণ। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, গত কয়েকদিনের বৃষ্টিতে সেখানে রেইনকাটের সৃষ্টি হয়েছে। এখনই তা সংস্কার করা না হলে পরবর্তীতে রাস্তাটিও ক্ষতিগ্রস্ত হতে পারে।

শহরের দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাব সংলগ্ন এলাকার পাশাপাশি দেবীবাড়ি মন্দির সংলগ্ন ফুটপাথ, নতুনপল্লি, গোলবাগান এলাকা সহ শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাথে রেইনকাটের সৃষ্টি হয়েছে। এই রাস্তাগুলি দিয়ে প্রতিদিন ছোটগাড়ি, বাইক, টোটো, অটো, রিকশা সহ বিভিন্ন যান চলাচল করে। দ্রুত রেইনকাটগুলি সংস্কার করা না হলে রাতের দিকে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ফুটপাথগুলিতে রেইনকাট হওয়ার পরেও সংশ্লিষ্ট দপ্তরের কোনও ভ্রূক্ষেপ নেই। লাগাতার বৃষ্টি চলতে থাকলে সেই অংশটি থেকেই বড়সড়ো ক্ষতি হতে পারে। এদিন গোলবাগান এলাকা দিয়ে যাচ্ছিলেন পথচারী তপন দাস। তিনি বলেন, ‘বৃষ্টির পর শহরের কিছু জায়গায় রেইনকাটের সৃষ্টি হয়েছে। সেই অংশগুলি দ্রুত মেরামত করা না হলে অন্ধকারে দুর্ঘটনা ঘটতে পারে। সেকারণে শীঘ্র এবিষয়ে কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

বৃষ্টিতে ব্যস্ততম রাস্তার ফুটপাথগুলি ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীদের। শহরের বাসিন্দা অমিত সাহা বলেন, ‘বৃষ্টির কারণে অধিকাংশ রাস্তার ফুটপাথের একাংশে মরণফাঁদ তৈরি হয়েছে। শীঘ্র সেই অংশগুলি সংস্কার করা না হলে বড়সড়ো রকমের দুর্ঘটনা ঘটতে পারে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *