Cooch Behar | দলবদল করতে রাজি না হওয়ায় বিজেপির বুথ সভাপতিকে বেধড়ক মারধর! কাঠগড়ায় তৃণমূল

Cooch Behar | দলবদল করতে রাজি না হওয়ায় বিজেপির বুথ সভাপতিকে বেধড়ক মারধর! কাঠগড়ায় তৃণমূল

শিক্ষা
Spread the love


বক্সিরহাট: দলবদল করতে রাজি না হওয়ায় বিজেপির বুথ সভাপতিকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। রবিবার রাতে ঘটনাটি ঘটে কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জ (Tufanganj)-২ এর বারকোদালি-২ গ্রাম পঞ্চায়েতের মানসাই বাজারে। ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে তৃণমূল (TMC)-কে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত বিজেপির বুথ সভাপতি অমৃত দাস। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

অভিযোগ, গতকাল রাতে অমৃত দাসকে মানসাই বাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয়। দলবদল করতে রাজি না হওয়ায় তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। আক্রান্ত ওই বিজেপি (BJP)-র বুথ সভাপতি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বিজেপির জন্য লড়াই করে আসছি। তৃণমূলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আমি সোচ্চার হয়েছি। সেই আক্রোশের বসে মাঝেমধ্যেই দলবদলের জন্য তৃণমূলের তরফে আমাকে চাপ দেওয়া হত। তাতে রাজি না হওয়ায় গতকাল আমি মানসাই বাজারে এলে আমাকে তৃণমূলের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনার কথা কাউকে জানালে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।’ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন তিনি।

যদিও বিজেপির তোলা অভিযোগ মানতে নারাজ তৃণমূল। তৃণমূলের তুফানগঞ্জ-২ ব্লক যুব সভাপতি মহেশ বর্মন বলেন, ‘যতটুকু শুনেছি, পারিবারিক অশান্তির জেরে ওই ঘটনা ঘটে থাকতে পারে। এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নেই। বিধানসভা ভোটের আর বেশিদিন নেই। তাই দলকে কালিমালিপ্ত করতে এ ধরনের মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। প্রশাসনকে বলবো বিষয়টির নিরপেক্ষ তদন্ত করতে।’ উত্তেজনার খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *