Cooch Behar | কোচবিহারে শুভেন্দুর সভার দিনই আসরে তৃণমূলও! দুই দলের কর্মসূচিকে ঘিরে অশান্তির সম্ভাবনা

Cooch Behar | কোচবিহারে শুভেন্দুর সভার দিনই আসরে তৃণমূলও! দুই দলের কর্মসূচিকে ঘিরে অশান্তির সম্ভাবনা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


গৌরহরি দাস, কোচবিহার: আগামী ৫ অগাস্ট কোচবিহারে (Cooch Behar) সভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কর্মসূচি বানচাল করার হুমকি আগেই দিয়ে রেখেছিল কোচবিহার জেলা তৃণমূল (TMC) নেতৃত্ব। শুভেন্দু কোচবিহারে যেখানে সভা করবেন সেখানেই আগে ও পরে জোড়া জনসভা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। আর এবার শুভেন্দুর কোচবিহারের যাত্রাপথ সহ জেলার বিভিন্ন জায়গায় আগামী ৫ অগাস্ট অর্থাৎ মঙ্গলবার ১৯টি সভা করার কথা ঘোষণা করলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ওরফে হিপ্পি। শনিবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, জেলার প্রতিটি মহকুমার পাশাপাশি কোচবিহার শহরে ঢোকার এবং বের হওয়ার পথে খাগরাবাড়ি, বাবুরহাট, ঘুঘুমারিতেও এই বিক্ষোভ কর্মসূচি করবে তৃণমূল। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মসূচি হবে। ফলে সবমিলিয়ে কোচবিহারে অভিযানের দিন শুভেন্দুকে যে বেশ বেগ পেতে হবে তা কার্যত স্পষ্ট।

এদিনে সাংবাদিক বৈঠকে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ বলেন, ‘বঙ্গবাসীদের শনাক্ত করে দেশের বিভিন্ন রাজ্যে তাঁদের উপর অশ্লীল অত্যাচার করছে সে সমস্ত রাজ্যের পুলিশ। বিজেপি হিমন্ত বিশ্বশর্মাকে কাজে লাগিয়ে কোচবিহারের বাসিন্দাদের উপর অত্যাচার চালাচ্ছে। কোচবিহারের বিভিন্ন বাসিন্দাদের এনআরসি নোটিশ পাঠাচ্ছে। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। এরই প্রতিবাদে আগামী ৫ অগাস্ট কোচবিহারের ১৯টি জয়াগায় অবস্থান, বিক্ষোভ সমাবেশ করব।’ এরপরই তাঁর সংযোজন, ‘শুনলাম সেদিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিধায়কদের নিয়ে কোচবিহারে আসবেন। সবটা মাথায় রেখেই আমরা সেদিন আমাদের কর্মসূচি করব।’

একই দিনে বিজেপি ও তৃণমূলের কর্মসূচিকে ঘিরে জেলায় অশান্তি হতে পারে বলে মনে করছেন অনেকে। যদিও এপ্রসঙ্গে হিপ্পি বলেন, ‘অশান্তিতো হওয়ার কথা নয়। কারণ বিজেপি তো শান্তিপ্রিয় দল। আর আমাদের ডিকশনারিতে তো অশান্তি নেই। পাশাপাশি শুভেন্দু অধিকারীর মতো যোগ্য বিরোধী শান্তিপ্রিয় নেতা ভারতবর্ষের কোথাও নেই। তাহলে অশান্তি হবে কেন? আর আমরা অবরোধ করব না। ফলে যানজট হওয়ার সম্ভাবনাও থাকবে না।’ পুলিশ কর্মসূচি করার অনুমতি না দিলে হাইকোর্টে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন হিপ্পি।

এদিকে, মুখ্যমন্ত্রীর আসন্ন উত্তরবঙ্গ সফর প্রসঙ্গেও তিনি বলেন, ‘উনি উত্তরবঙ্গে সার্কিট বেঞ্চের উদ্বোধনে আসবেন জানি। সেই সময় তিনি যদি কোচবিহারে কোনও কর্মসূচি রাখেন তাহলে আমরা খুব আনন্দিত হব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *