শিবশংকর সূত্রধর, কোচবিহার: কোচবিহারে (Cooch Behar) এবিভিপি (ABVP)-র কর্মীদের নিয়ে আসা দুটি বাস ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূলের (TMC) দিকে। শুক্রবার এবিভিপি’র কেন্দ্রীয় সম্পাদক কমলেশ সিংয়ের উপস্থিতিতে জেনকিন্স স্কুল মোড়ে মিছিল ও সমাবেশ হয়। কর্মীদের জন্য দুটি বাস রাসমেলা মাঠে রাখা ছিল। সেখানে বাইকে করে দুষ্কৃতীরা এসে দাঁড়িয়ে থাকা বাসের কাঁচ ভেঙে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
এবিভিপির রাজ্য সম্পাদক দীপ্ত দে’র অভিযোগ, ‘এর আগে আমরা জেলা শাসকের দপ্তরে অভিযান করেছিলাম। তখন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক হুমকি দিয়ে আমাদের উদ্দেশ্যে বলেছিলেন, ক্ষমতা থাকলে আমরা যেন আরেকটি কর্মসূচি করে দেখাই। এখন আমরা কর্মসূচি করেছি জন্য তিনি তাঁর হুমকিমতো কাজ করলেন। অভিজিৎবাবুর অঙ্গুলিহেলনেই তৃণমূলের কর্মীরা এসে আমাদের বাস ভেঙে দিয়েছে।’ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।