কোচবিহার: কিছুক্ষণের মধ্যেই কোচবিহারে (Cooch Behar) আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসঙ্গে জেলার নানা জায়গায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে শাসকদল তৃণমূলও। ফলে অশান্তির আশঙ্কা দেখা গিয়েছে। তবে কোনওরকম অশান্তি যাতে না বাঁধে, সেদিকে নজর রাখছেন পুলিশকর্মীরা। ইতিমধ্যেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে প্রচুর পরিমাণে পুলিশকর্মী রাস্তায় মোতায়েন করা হয়েছে।
কোচবিহার শহর সংলগ্ন খাগড়াবাড়ি চৌপথিতে কোচবিহার-২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন সকাল থেকে সেখানে দলীয় কর্মীরা রয়েছেন। আবার এই পথ দিয়েই কোচবিহার শহরে ঢোকার কথা রয়েছে বিরোধী দলনেতার।
আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে আসছেন শুভেন্দু অধিকারী। কোচবিহারে নানা জায়গায় বিজেপি বিধায়করা তৃণমূলের হাতে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ। পুলিশকে অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা না নেওয়ায় পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে আসছেন বিরোধী দলনেতা। শাসক-বিরোধী দুই দলের এই কর্মসূচিকে কেন্দ্র করে বর্তমানে রাজনৈতিক চাপানউতোর চলছে কোচবিহারে।