উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চুলের যত্নের জন্য নারকেল তেলের (Coconut Oil) জুড়ি মেলা ভার। যদিও শুধু চুল নয়, ত্বকেরও যত্ন নেয় নারকেল তেল। শুষ্ক ত্বকের জন্য নারকেল তেল অবশ্যই উপকারী। এতে থাকা ফ্যাটি অ্যাসিড শুষ্ক ত্বককে নিমেষে উজ্জ্বল করে তোলে। কিন্তু তৈলাক্ত ত্বক হলে নারকেল তেল মাখার পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। কী কী সেই সমস্যা জেনে নিন।
১. তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে রাতে ঘুমোনোর সময় মুখ থেকে তেল নিঃসৃত হয়। সেক্ষেত্রে ত্বকেও যদি তেল লাগানো থাকে, তাহলে ত্বকের ছিদ্রপথ বন্ধ হয়ে গিয়ে ব্ল্যাকহেডসের সমস্যা বাড়িয়ে দিতে পারে।
২. অ্যান্টিবায়োটিক চললে মুখে নারকেল তেল না মাখাই শ্রেয়। কারণ এই সময়ে শরীর ভিতর থেকে গরম থাকে। তার উপর নারকেল তেল মাখলে ত্বক গরম থাকে। সব মিলিয়ে ত্বক ঘামতে থাকে। এতে ব্রণ আরও বাড়তে পারে।
৩. তৈলাক্ত ত্বকে ব্রণর সমস্যা বেশি। তবে রাতভর যদি মুখে তেল মেখে থাকেন, তাহলে ব্রণ হওয়ার ঝুঁকি আরও বেড়ে যায়। তৈলাক্ত ত্বক হলে নারকেল তেল ভুলেও মুখে মাখবেন না।