উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা বেশ কয়েকটি জেলায়। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। আবহাওয়া (Climate Replace) নিয়ে কী আপডেট দিল আবহাওয়া দপ্তর ?। উত্তরবঙ্গে (North Bengal Climate Replace) ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবার থেকে বুধবার পর্যন্ত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি সব জেলায়।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার এবং সোমবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতায়। সেই সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Climate Replace) হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারের পর আপাতত আর কোথাও বৃষ্টির সতর্কতা নেই। তবে বর্ষা যেহেতু সক্রিয়, তাই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সব জেলাতেই।