চোপড়া: মামি শাশুড়িকে খুনের অভিযোগে ধৃত ভাগ্নি জামাইকে নিয়ে বুধবার ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ (Police)। চোপড়া থানার (Chopra) মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় গত শনিবার সকালে চা বাগান থেকে এক মহিলার হাত-পা বাঁধা দেহ উদ্ধার হয়। ঘটনায় নাম জড়ায় মৃতার ভাগ্নি জামাইয়ের। সেদিনই তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুরু হয় তদন্ত। তদন্তের স্বার্থে বুধবার ঘটনার পুনর্নির্মাণ করা হল।
এদিন সকাল ১১ টা নাগাদ তদন্তকারী পুলিশ আধিকারিক, চোপড়া থানার আইসি সুরজ থাপা ও ডিএসপি রাহুল বর্মন আসামিকে নিয়ে এলাকায় যান। জানা গিয়েছে, ঘটনার দিন বিকালে ওই মহিলা বাজার থেকে ফেরার পথে ভাগ্নি জামাইয়ের কোয়ার্টারে গিয়েছিলেন। সেখান থেকে দু’জনেই পাশের গ্রামে গিয়ে মদ খেয়ে চা বাগানের পথ ধরে ফেরেন। এরপর কোনও বিষয় নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর ওই মহিলাকে খুন করে হাত-পা বেঁধে রেখে ঘটনাস্থল ছেড়ে অভিযুক্ত চলে আসে নিজের কোয়ার্টারে। এদিকে মৃতার বাড়ির লোক তার খোঁজ না পেয়ে ভাগ্নি জামাইয়ের নামে থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে শুরু হয় তদন্ত। ঘটনার পুনর্নির্মাণের পর পুলিশের প্রাথমিকভাবে অনুমান, মৃতার সঙ্গে ভাগ্নি জামাইয়ের কোনওরকম অবৈধ সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েনের ফলেই এই ঘটনা ঘটেছে।
