Chaitanyananda | রাষ্ট্রসংঘের প্রতিনিধি স্বামী চৈতন্যানন্দ! যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত এই স্বঘোষিত ‘বাবা’র পুলিশ হেপাজত

Chaitanyananda | রাষ্ট্রসংঘের প্রতিনিধি স্বামী চৈতন্যানন্দ! যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত এই স্বঘোষিত ‘বাবা’র পুলিশ হেপাজত

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত স্বঘোষিত ‘বাবা’ স্বামী চৈতন্যানন্দ সরস্বতীকে পাঁচদিনের পুলিশ হেপাজতে পাঠিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট। সোমবার সকালে চৈতন্যানন্দকে নিয়ে যাওয়া হয়েছে শ্রীসারদা ইনস্টিটিউটে। যে ঘরে তিনি ছাত্রীদের ডেকে পাঠাতেন সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।

জানা গিয়েছে, ২০০৯ সালে প্রথম ফৌজদারি মামলা হয়েছিল চৈতন্যানন্দ ওরফে পার্থসারথির বিরুদ্ধে। সেবার তাঁর বিরুদ্ধে তহবিল তছরুপ এবং প্রতারণার অভিযোগ উঠেছিল। ২০১৬ সালেও এক মহিলা তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিল। এবার ফের যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে।

আশ্রমের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘স্বামী চৈতন্যানন্দ সরস্বতী, যিনি স্বামী পার্থসারথী নামেও পরিচিত, তিনি এমন কিছু কার্যকলাপে যুক্ত ছিলেন যা বেআইনি, অনুচিত। আর সেই কারণেই পীঠের তরফে তাঁর সঙ্গে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে।’

জানা গিয়েছে, তদন্তকারীরা তল্লাশি চালিয়ে অভিযুক্তের ঘর থেকে প্রচুর ফের ভিজিটিং কার্ড ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চৈতন্যানন্দ নিজেকে রাষ্ট্রসংঘ ও ব্রিকসের একজন উচ্চপদস্থ কর্মী বলে উল্লেখ করতেন। পুলিশ স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে মামলা রুজু করে তদন্তে নেমে পড়েছে। ইতিমধ্যেই তাঁর ভলভো গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানাচ্ছে, গাড়িতে নকল নম্বর প্লেট লাগানো ছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *