উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আপত্তি জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী কিন্তু সেই আপত্তি না শুনে হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জানা গিয়েছে, সকালেই শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছেছেন তিনি। দুপুরের মধ্যে সেখানে পৌঁছবেন। সেখানে অশান্তির ঘটনায় ঘরছাড়াদের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল।
উল্লেখ্য, গতকাল ঘরছাড়াদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ঘরছাড়াদের কাছ থেকে মুর্শিদাবাদের পরিস্থিতি শুনে সেখানে যাওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেন রাজ্যপাল। এই খবর শোনার পরই মুখ্যমন্ত্রী জানান, এই মুহূর্তে সেখানে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে। তিনি নিজেও সেখানে যাচ্ছেন না। ফলে রাজ্যপালের উচিত আপাতত সেখানে না যাওয়া। সেই সঙ্গে অবশ্য মমতার কটাক্ষ, ‘ত্রিপুরায় গোলমাল হচ্ছে, রাজ্যপাল সেখানেও যেতে পারেন।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেন অশান্ত মণিপুরে যান, এমন দাবিও করেছেন মুখ্যমন্ত্রী। তবে এসবের পরেও নিজের ঘোষিত পরিকল্পনায় কোন বদল আনতে রাজি হননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস।