উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আরও সস্তা হল গ্যাস। দাম কমছে (Worth drop) গ্যাস সিলিন্ডারের (Fuel Cylinder)। শুক্রবার থেকে কার্যকর হচ্ছে নতুন দাম। তবে, এই ক্ষেত্রে সাধারণ মানুষ কোনও সুবিধা পাবেন না। কারণ, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (business gasoline cylinders) দাম কমছে। ১৪.২ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
তেল বিপণন সংস্থাগুলি (Oil Advertising Company) বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৩৩ টাকা ৫০ পয়সা কমানো হয়েছে। ফলে দেশ জুড়ে এই সুবিধা পাবেন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার নেওয়া গ্রাহকরা। দিল্লিতে এই সিলিন্ডারে দাম কমে হল ১,৬৩১.৫০ টাকা। এনিয়ে পর পর কয়েকমাস দাম কমল গ্যাসের।
এভাবে ধারাবাহিক দাম কমায় মূলত হোটেল-রেস্তোরাঁ ব্যবসা ও বাণিজ্যিক এলপিজি ব্যবহারকারীদের কিছুটা সাশ্রয় হবে। তবে সাধারণ মানুষের গৃহস্থের গ্যাসের খরচে কোনও হেরফের না হওয়ায় অসন্তোষ থেকে যাচ্ছে।