উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ব্রাজিলের আকাশে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার উড়ন্ত অবস্থায় মাঝ আকাশে আগুন লেগে যায় একটি হট এয়ার বেলুনে। যার দরুন অন্তত ৮ জন মারা গিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ঘটনায় জখম হয়েছেন অন্তত ১৩ জন। এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে(ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)।
সূত্রের খবর, শনিবার দক্ষিণ ব্রাজিলের সান্টা ক্যাটারিনা থেকে ২২ জন যাত্রীকে নিয়ে উড়েছিল হট এয়ার বেলুনটি। মাঝ আকশে আচমকাই আগুন লেগে যায় বেলুনটিতে। উড়ন্ত অবস্থাতেই মৃত্যু হয় ৮ জনের। এরপর প্রাইয়া গ্রান্দে শহরে হট এয়ার বেলুনটি কার্যত আছড়ে পড়লে বেলুনের মধ্যে থাকা বাকি জীবিত মানুষদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সান্টা ক্যাটারিনার দমকল বাহিনী সূত্রে জানা গিয়েছে, জখমদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।