Bolla Kali | ভক্তদের দাবি পূরণ, বোল্লা মন্দিরে স্থায়ীভাবে রক্ষাকালীর রূপার মুখমণ্ডল প্রতিষ্ঠিত

Bolla Kali | ভক্তদের দাবি পূরণ, বোল্লা মন্দিরে স্থায়ীভাবে রক্ষাকালীর রূপার মুখমণ্ডল প্রতিষ্ঠিত

শিক্ষা
Spread the love


পতিরাম: শতাব্দী প্রাচীন বোল্লা রক্ষাকালী (Bolla Kali) মন্দিরে ভক্তদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অবশেষে পূর্ণ হলো। সারা বছর ভক্তরা যাতে মায়ের মুখ দর্শন করতে পারেন, সেই লক্ষ্যে মন্দির কমিটির উদ্যোগে চাঁদির তৈরি রক্ষাকালীর মুখমণ্ডল স্থাপন করা হলো। রবিবার বিশেষ পূজা ও মহাযজ্ঞের মধ্য দিয়ে মুখমণ্ডল প্রতিষ্ঠা সম্পন্ন হয়। প্রায় দেড় ফুট উচ্চতা বিশিষ্ট ও সাড়ে তিন কেজি চাঁদিতে নির্মিত এই মুখমণ্ডল তৈরিতে ব্যয় হয়েছে প্রায় চার লক্ষ টাকা।
এতদিন রাস পূর্ণিমার পরের শুক্রবার বাৎসরিক পুজোর সময় ছাড়া মা রক্ষাকালীর মুখ দর্শন করা যেত না। বাকি সময় ভক্তরা শুধুমাত্র শিলামূর্তিতেই পূজা দিতেন। এবার থেকে সারা বছর ধরে, বিশেষত প্রতি শুক্রবার ভক্তরা মায়ের মুখমণ্ডল দর্শন করতে পারবেন। তবে বাৎসরিক প্রতিমা নির্মাণের সময় রূপার মুখমণ্ডল সাময়িকভাবে সরিয়ে নেওয়া হবে। মন্দির কমিটির ম্যানেজার মানস চৌধুরি জানান, ভক্তদের আবেগ ও দাবি মেনেই আজ অমাবস্যার পুণ্য তিথিতে মায়ের রূপার মুখ প্রতিষ্ঠা করা হলো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *