BJP MLA | দেশের ধনীতম বিধায়ক বিজেপির পরাগ, দরিদ্রতম জিতেছেন বাংলা থেকে, চেনেন কী ?

BJP MLA | দেশের ধনীতম বিধায়ক বিজেপির পরাগ, দরিদ্রতম জিতেছেন বাংলা থেকে, চেনেন কী ?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দু’জনেই বিধায়ক, এমনকি দলও এক, তবে দু’জনের মধ্যে বিস্তর ফারাক। অন্তত ধনসম্পদের বিচারে। দু’জন হলেন মুম্বইয়ের ঘাটকোপার পূর্বের বিজেপি বিধায়ক (BJP MLA) পরাগ শা ও বাঁকুড়ার ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া। ভোট পর্যবেক্ষক সংগঠন ‘অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)’ (Affiliation of Democratic Reforms) নির্বাচন কমিশনের কাছে প্রার্থীদের সম্পত্তির যে খতিয়ান এফিডেফিট আকারে জমা দেওয়া হয় তা খতিয়ে দেখে যে রিপোর্ট দিয়েছে তাতে দেখা যাচ্ছে ‘ম্যান ইনফ্রাকনস্ট্রাকশন লিমিটেড’ নামে পরিকাঠামো নির্মাণ কোম্পানির প্রধান পরাগ দেশের সবচেয়ে ধনী বিধায়ক।  তাঁর সম্পত্তির পরিমাণ ৩৪০০ কোটি টাকা। অন্যদিকে নির্মল কুমার ধাড়ার হাতে রয়েছে মাত্র ১৭০০ টাকা। পরাগের সম্পত্তি গত ২ বছরে প্রায় ৭ গুন বেড়েছে।

দেশের ২৮টি রাজ্য ও ৩ টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪০৯২ জন বিধায়কের সম্পত্তির খতিয়ান খতিয়ে দেখার পর এই রিপোর্ট প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস। এই তালিকায় ধনী হিসেবে ১৪১৩ কোটি টাকার সম্পত্তি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। ক্রমপর্যায়ে তালিকায় রয়েছেন   ১২৬৭ কোটির মালিক কর্নাটকের নির্দল বিধায়ক পুত্তুস্বামী গৌড়া, ১১৫৬ কোটির মালিক সে রাজ্যের কংগ্রেস বিধায়ক প্রিয়কৃষ্ণ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির বিধায়ক এন চন্দ্রবাবু নায়ডু ৯৩১ কোটি টাকার মালিক হয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *