Birupaksha Biswas | আত্মীয়কে ডাক্তার দেখাতে গিয়ে বিক্ষোভের মুখে বিরূপাক্ষ! কোনওমতে ঘটনাস্থল ছেড়ে বেরোলেন চিকিৎসক

Birupaksha Biswas | আত্মীয়কে ডাক্তার দেখাতে গিয়ে বিক্ষোভের মুখে বিরূপাক্ষ! কোনওমতে ঘটনাস্থল ছেড়ে বেরোলেন চিকিৎসক

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিরূপাক্ষ বিশ্বাসকে (Birupaksha Biswas) মনে আছে? আরজি কর আন্দোলনের (RG Kar Case) সময় যার নাম জড়িয়েছিল চিকিৎসকদের ‘উত্তরবঙ্গ সিন্ডিকেটে।’ হুমকি সংস্কৃতির কারণে তাঁকে বাদ করা হয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে। এতদিন বাদে ফের একবার সংবাদ শিরোনামে বিরূপাক্ষ বিশ্বাস। বৃহস্পতিবার কলকাতা মেডিকেল কলেজে তিনি পা দিতেই, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখালেন একদল পড়ুয়া। উঠল তাঁর বিরুদ্ধে স্লোগান। অগত্যা ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে যান বিরূপাক্ষ।

জানা গেছে এক নিকট আত্মীয়কে নিয়ে কলকাতা মেডিকেল কলেজে (Kolkata Medical School) ডাক্তার দেখাতে গিয়েছিলেন বিরূপাক্ষ। কলেজের মধ্যে তাঁকে দেখতে পেয়েই বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রথম বর্ষের বেশকিছু পড়ুয়া। খানিক বাদে তাঁদের সঙ্গে যোগ দেন তৃতীয় বর্ষের পড়ুয়ারা। সব মিলিয়ে নিমেষের মধ্যে তুমুল বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। পড়ুয়ারা বারংবার তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি আত্মীয়কে নিয়ে গাড়িতে কলেজ ছেড়ে বেরিয়ে যান।

এরপর সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, ‘আমি বউবাজার থানায় অভিযোগ জানাবো। আসলে এটাই হল  হুমকি সংস্কৃতি। গুন্ডামি, মস্তানি করা হয়েছে। সভ্য ভদ্র সমাজে এমন কেউ করতে পারে বলে আমার জানা নেই। এটা অসভ্যতা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *