Bhangar | তৃণমূলের পার্টি অফিসে আগুন, নতুন করে উত্তপ্ত ভাঙড়  

Bhangar | তৃণমূলের পার্টি অফিসে আগুন, নতুন করে উত্তপ্ত ভাঙড়  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফের অশান্তি ভাঙড়ে। এবার হামলা হল তৃণমূলের পার্টি অফিসে। লাগিয়ে দেওয়া হল আগুন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে চকমরিচা গ্রামে তৃণমূলের পার্টি অফিসে। এই ঘটনায় আইএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

গত সোমবার ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় আইএসএফের  মিছিলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় ভাঙড়ে। ভাঙড়ের শোনপুরে মিছিল থেকে হামলা হয় পুলিশের ওপরে। একেরপর এক পুলিশের গাড়ি ভাঙচুর করে, বাইক জ্বালিয়ে দেওয়া হয়। আহত হন পুলিশ কর্মীরাও। এই ঘটনার পর নতুন করে উত্তেজনা ছড়াল ভাঙড়ের চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের চকমরিচা গ্রামে। এদিন সকালে এলাকার তৃণমূলের কার্যালয়ে একদল দুষ্কৃতী আচমকা হামলা চালায়। ভেঙে ফেলা হয় আসবাবপত্র। শুধু তাই নয়, ভাঙচুরের পর ধরিয়ে দেওয়া হয় আগুনও। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় উত্তর কাশীপুর থানার পুলিশ। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। এই ঘটনার প্রতিবাদে রবিবার শোনপুর চলো কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। এলাকায় মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *