বহরমপুর: ভয়াবহ কাণ্ড! যাত্রীবাহী বেসরকারি বাসের সঙ্গে পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ (Accident)। মৃত গাড়ির চালক, জখম একাধিক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের (Murshidabad) সদর মহকুমা বহরমপুরের অন্তর্গত গজনীপুর এলাকায়। মৃত চালকের নাম ইমানুল শেখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মালবাহী গাড়িটি সবজি বিক্রি করে মুর্শিদাবাদে ফিরছিল। এমন সময় পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় যাত্রীবাহী একটি বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় গাড়ির চালক ইনামুল শেখের। জখম হন একাধিক যাত্রী। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে (Hospital)। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন। এদিকে দুর্ঘটনার পর যানজটের সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।