বহরমপুর: বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের শাসক দলকে রীতিমতো চমকে দিলেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। শনিবার অধীরের খাস তালুক মুর্শিদাবাদের বহরমপুরে একটি সভার আয়োজন করা হয়। সেখানেই অধীর চৌধুরীর হাত ধরে ফরাক্কা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তৃণমূলের নেতৃস্থানীয় একাধিক ব্যক্তি সহ শতাধিক কর্মী সমর্থকেরা কংগ্রেসে যোগদান করলেন।
এদিন বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই সভার মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল ছেড়ে আসা বহু নেতা-কর্মী-সমর্থক কংগ্রেসে যোগ দেন। এই সভার মঞ্চে অধীর চৌধুরী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, ‘তৃণমূল বিভিন্ন সময়ে কংগ্রেসের লোকজনকে নানা ভাবে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে অনেক সময় প্রলোভন দেখিয়ে দল বদল করতে বাধ্য করেছিল। তারা সকলেই এখন নিজেদের ভুল বুঝতে পারছেন, তাই কংগ্রেসে ফিরে আসছেন।’