Belakoba | বাড়ির গোপালকে নিয়ে প্রতিমা দর্শন মহিলার, দুর্গাপুজোয় ‘অন্য’ ছবি শিকারপুরে

Belakoba | বাড়ির গোপালকে নিয়ে প্রতিমা দর্শন মহিলার, দুর্গাপুজোয় ‘অন্য’ ছবি শিকারপুরে

ব্লগ/BLOG
Spread the love


বেলাকোবা: পুজো মানেই মন্ডবে মন্ডবে নতুন জামা কাপড় পড়ে প্রতিমা দর্শনের ভিড়, পরিবার অথবা প্রিয় মানুষদের নিয়ে উৎসবের আনন্দে মেতে ওঠা। সেই দেবী দর্শনে যখন সকলে মগ্ন, ঠিক তখনই শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বটতলা সার্বজনীন দুর্গাপুজো প্যান্ডেলে দেখা গেল এক অন্যরকম চিত্র। এদিন দুই গোপালকে নিয়ে প্রতিমা দর্শন করাতে এই দুর্গাপুজা মন্ডপে পৌঁছে যান পানিকৌলি অঞ্চলের কলেজ পাড়া নিবাসী লিপিকা চক্রবর্তী।

এই প্রসঙ্গে লিপিকা চক্রবর্তী জানান, প্রতি বছরই তিনি এভাবেই তাঁর বাড়ির দুই গোপালকে নিয়ে প্রতিমা দেখতে বের হন। এরা তাঁর সন্তানের ন্যায়, এদের নিয়ে ঘুরতে তাঁর খুব ভালো লাগে। দীর্ঘদিন ধরে এই দুই গোপাল তাঁর পরিবারেরই সদস্য। ক্লাবের পক্ষ থেকে নারায়ণ বসাক ওই মহিলাকে অভিনন্দন জানান। পুজোর উৎসব মুখর ভিড়ের মাঝে এই দৃশ্য মন ছুঁয়ে যায় দর্শনার্থীদেরও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *