বানারহাট: নবমীর রাতে হাতির আতংক ছড়াল বানারহাট ব্লকের বিন্নাগুড়ি এলাকায়। বুধবার গভীর রাতে বিন্নাগুড়ি চৌপথি সংলগ্ন বিন্নাগুড়ি-হলদিবাড়ি রাজ্য সড়কে এক দলছুট হাতি দাঁড়িয়ে থাকে। রাতে পুজো দেখে ফেরার পথে স্থানীয়দের হাতিটি নজরে আসে। কিন্তু নাছোড়বান্দা হাতিটি অনেকটা সময় রাস্তায় উপর দাঁড়িয়ে থাকায় রাতে হাতি দেখতে ভিড় জমায় পথচলতি মানুষ। স্তব্ধ যানচলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি বন্যপ্রান শাখার কর্মীরা। লোকালয়ে ঢোকার আগেই বনকর্মীরা এসে হাতিটি হলদিবাড়ি চা বাগান দিয়ে মোরাঘাট জংগলের দিকে ফিরিয়ে দেন।
জানা গিয়েছে, ঐদিন ২০-২৫ টি হাতির একটি দল পাশেই বানারহাট কার্তিক ওরাও সরকারি হিন্দি কলেজের পাশে দিনভর দাঁড়িয়ে ছিল৷ সন্ধ্যার পর হাতির দলটিকে বনকর্মীরা মোরাঘাট জংগলে ঢুকিয়ে দিলেও সেই দলেরই এই হাতিটি একা ফের এই এলাকায় চলে আসে। যদিও এদিন রাতে হাতির হানায় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই বলে জানিয়েছে বনদপ্তর।
গয়েরকাটা বানারহাট রাজ্য সড়কটি বন্যপ্রাণীদের করিডর হওয়ায় এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় বিশেষ করে সন্ধ্যার পর চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আবেদন জানিয়েছেন বিন্নাগুড়ি বন্যপ্রান শাখার রেঞ্জার হিমাদ্রী দেবনাথ।