Banarhat | ট্রাফিক আইনকে বুড়ো আঙুল, জাতীয় সড়কের মাঝে মালবাহী টোটোর দাপট

Banarhat | ট্রাফিক আইনকে বুড়ো আঙুল, জাতীয় সড়কের মাঝে মালবাহী টোটোর দাপট

শিক্ষা
Spread the love


গোপাল মণ্ডল, বানারহাট: মালবাহী টোটোয় আতঙ্ক বাড়ছে বানারহাট ব্লকের (Banarhat) জাতীয় ও রাজ্য সড়কগুলিতে। যখন জাতীয় সড়ক দিয়ে টোটো চলাচলের বিধিনিষেধ রয়েছে সেখানে ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনদুপুরে প্রশাসনের নাকের ডগা দিয়েই টোটোয় বঁাশ, রড, পাইপ সহ বিভিন্ন সামগ্রী নিয়ে অবাধে যাতায়াত করছেন কিছু টোটোচালক। বানারহাট, বিন্নাগুড়ি,  চামুর্চি এলাকায়  ব্যস্ততম সড়কে এভাবে বঁাশ ও রড নিয়ে যাতায়াতে আতঙ্কিত পথচারী থেকে শুরু করে সাইকেল আরোহী ও স্থানীয় পড়ুয়ারা। মাঝে মাঝে পুলিশ অভিযান চালালেও কয়েকদিন পর একই ছবি দেখা যায় সড়কগুলিতে।

টোটোর দু’পাশে বাঁশ বা লোহার রড নিয়ে জাতীয় সড়ক দিয়ে দ্রুতগতিতে ছুটছে, এটা যেন রোজকার পরিচিত ছবি। এতে টোটোচালক সামনের দিক দেখলেও পিছনে সেভাবে নজর দিচ্ছে না আর এতেই বাড়ছে পেছনে থাকা পথচারীদের আহত হওয়ার আশঙ্কা। বাসিন্দাদের দাবি, বেশি ভাড়ার লোভে যেভাবে টোটোয় লোহার রড, বাঁশ ও পাইপ নেওয়া হচ্ছে, এটা অন্যায়। এই বিষয়ে পুলিশের আরও কড়া পদক্ষেপ করা উচিত।

যদিও বানারহাট ট্রাফিক পুলিশের ওসি আনন্দ নার্জিনারি বলেন, ‘আমরা বারবার এই মালবাহী টোটোচালকদের বিরুদ্ধে অভিযান চালাই। শুধু তাই নয় বেশি যাত্রী নিয়ে টোটো চলাচল দেখলেই আমরা ব্যবস্থা নিই। পাশাপাশি প্রায় দিন এমন কিছু টোটো দিনভর আটক করে রাখি। তবু কিছু টোটোচালক এই নিয়ম ভাঙছেন। পুলিশের তরফে ফের এই ধরনের টোটোর বিরুদ্ধে অভিযান চালানো হবে।

যদিও বিন্নাগুড়ি টোটো ইউনিয়নের সম্পাদক হায়দর আলি বলেন, ‘আমাদের ইউনিয়নের রেজিস্টার্ড যে টোটো রয়েছে, সেসবের চালকদের বিভিন্ন মিটিংয়ে সাবধান করা হয়। তবু কিছু টোটোচালক অতিরিক্ত টাকার লোভে এই সব কাজ করে যাচ্ছেন। আমরা ফের মিটিংয়ে বিষয়গুলি নিয়ে আলোচনা করব।’

একই সুরে বানারহাট টোটো ইউনিয়ন সভাপতি অশোক শা’র বক্তব্য, ‘টোটোয় মাল পরিবহণে আমরা সায় দিই না। এই বিষয়গুলি আমরা টোটোচালকদের বিভিন্ন মিটিংয়ে বলে থাকি।’ রোজ স্কুলে যাতায়াতের পথে জাতীয় সড়কে মালবাহী টোটো যেন ভয়ের বিষয় হয়ে দঁাড়িয়েছে। বিন্নাগুড়ি কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র কৃষ্ণ শা বলে, ‘মাঝে মাঝে কিছু টোটোচালক যেভাবে রড নিয়ে যান, তখন আমরাই ভয় পাই। সাইকেলে স্কুলে যাতায়াত করি। আর এতে আরও ভয় হয়। কখন কোন দুর্ঘটনার সম্মুখীন হতে হয়।’

চামুর্চির বাসিন্দা চন্দ্র বিশ্বকর্মার কথায়, ‘চামুর্চির আন্তর্জাতিক সড়কে একদিকে যেমন বালি-পাথর ডাম্পারের আতঙ্ক, তেমনই এই রাস্তায় টোটোদের মালপত্র নিয়ে যাতায়াত আতঙ্কের।’

বানারহাটের নিশীথ দাস জানান, কিছু টোটোচালক এমনভাবে রড, পাইপ ও বাঁশ নিয়ে যাতায়াত করে তা সকলের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে। এইসব টোটোচালকদের প্রতি পুলিশের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *