বালুরঘাট: বিজয়া দশমীর অনুষ্ঠানের জন্য জায়গা দখলকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর বালুরঘাটে (Balurghat)। প্রতি বছর বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) থানা মোড় চত্বরে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন। অভিযোগ, এবছর সপ্তমীর দিন সকালেই ওই জায়গা তৃণমূলের (TMC) তরফে ফেস্টুন লাগিয়ে দখল করে নেওয়া হয়। এনিয়ে বিজেপি (BJP)-র তরফে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের দাবি, সাংসদের নির্দিষ্ট কর্মসূচি ব্যাহত করার উদ্দেশ্যেই তৃণমূল এই পদক্ষেপ করেছে।
অন্যদিকে, তৃণমূলের তরফে জানানো হয়েছে, ওই জায়গায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি হেল্প ডেস্ক খোলা হবে। বিজয়া দশমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য সেখানে বিনামূল্যে জল ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে। দুই পক্ষই নিজেদের দাবিতে অনড় অবস্থান নিয়েছে। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।