বালুরঘাট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার অভিযোগে প্রতিবাদ সভায় মাইক বিধি ভঙ্গের অভিযোগ উঠল তৃণমূলের অধ্যাপক সংগঠন ও শিক্ষা সেলের বিরুদ্ধে। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে সভা-সমিতি নিষিদ্ধ। অথচ এদিন এদিন বালুরঘাট (Balurghat) কলেজের সামনে মাইক বাজিয়ে বিক্ষোভে শামিল হন তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার (WEBCUPA) নেতারা। যা নিয়ে কটাক্ষ করেছে বামেরা। বালুরঘাট কলেজের দর্শনের অধ্যাপিকা তথা ওয়েবকুপার জেলা সভাপতি পৌলমী চক্রবর্তী জানান, ব্রাত্য বসু সহ অধ্যাপকদের উপরে যে অত্যাচার করা হয়েছে তা অত্যন্ত অপমানজনক। তারা এসএফআইয়ের গুন্ডাবাহিনীর এই অত্যাচারের প্রতিবাদে শামিল হয়েছেন।
তবে মাইক বাজিয়ে প্রতিবাদ প্রসঙ্গে তিনি জানান, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে। তাই সেই পরীক্ষা চলাকালীন সময়ে তাঁরা কোনও অনুষ্ঠান রাখেননি, যাতে ছাত্রদের সমস্যা হয়। পরীক্ষার সময় শেষ হওয়ার পরই শিক্ষা সেলের প্রাইমারি, মাধ্যমিক বোর্ড ও ওয়েবককুপার তরফে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে।
যদিও ডিওয়াইএফআইয়ের জেলা সভাপতি সমীরন সাহার অভিযোগ, চোরের মায়ের বড় গলা প্রবাদকে সত্যি প্রমাণ করছে তৃণমূল। ছাত্র সংসদে নির্বাচন চেয়ে নিরস্ত্র ছাত্রদের আন্দোলনে ব্রাত্য বসু যে অসহিষ্ণু মনোভাব দেখিয়েছেন তা নিন্দনীয়। এমন কি ছাত্রদের গাড়িতে পিষে দিয়েছেন তিনি। এখন পিঠ বাঁচাতে এসব নাটক করা হচ্ছে। এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষা যতদিন চলবে, ততদিন মাইক বাজানো আইনবিরুদ্ধ। ক্ষমতায় থেকে এটা তাদের জানা উচিত। আইন ভাঙা তৃণমূলের সংস্কৃতিতে পরিণত হয়েছে।