বালুরঘাট: ভারত নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মহারণকে কেন্দ্র করে যেন সবুজ বনাম গেরুয়া যুদ্ধ চলল বালুরঘাটে। জেলা প্রশাসনিক ভবনের সামনে কয়েকদিন আগেই ভারত পাকিস্তান ম্যাচ জায়ান্ট স্ক্রিনে দেখিয়েছিল বিজেপি। ঠিক সেইখানেই রবিবার তৃণমূলের তরফে সবুজ চেয়ার বিছিয়ে খেলা দেখানো শুরু হয়েছে। ঠিক তার কয়েক ধাপ এগোলেই দেখা যাবে গেরুয়া চেয়ার পেতে রাস্তার উপরে খেলা দেখাচ্ছে বিজেপি। দর্শক টানার চেষ্টা এদিন দেখা গিয়েছে দুই তরফেই।
দিন গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শক সংখ্যা বাড়াতে চেয়ারের পরিমাণও বেড়েছে দুদিকেই। একদিকে তৃণমূলের শিবিরে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, তৃণমূলের বালুরঘাট শহর সভাপতি প্রীতম রাম মণ্ডল সহ একাধিক কাউন্সিলর। অন্যদিকে, বিজেপির স্ক্রিনে চোখ রেখেছেন তপনের বিধায়ক বুধরাই টুডু। তার সঙ্গে বিজেপির টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত, জেলা সভাপতি স্বরূপ চৌধুরী ও জেলা সম্পাদক বাপি সরকাররাও ছিলেন। সবুজ গালিচায় ভারত নিউজিল্যান্ডের খেলা চলার সঙ্গে সঙ্গে শহরের কংক্রিটের রাস্তায় গেরুয়া তৃণমূলের খেলা চলল এদিন। বিজেপির বালুরঘাট টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত জানান, আমরা বরাবরই জেলা প্রশাসনিক ভবনের সামনে ওই জায়গায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখাই। কিন্তু এদিন সকালে দেখছি তৃণমূলের তরফে সেখানে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে খেলা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা পাশেই জায়ান্ট স্ক্রিনে খেলা দেখাচ্ছি। বালুরঘাট শহর তৃণমূলের সভাপতি প্রীতম রাম মণ্ডল জানান, এখানে দলমত নির্বিশেষে সকলেই আসতে পারেন। এই জায়গা বিজেপি বা তৃণমূলের নয়, সরকারি জায়গা।