Balurghat | বিএসএফের ওপর আক্রমণ! পাচারকারীকে কারাদণ্ডের নির্দেশ

Balurghat | বিএসএফের ওপর আক্রমণ! পাচারকারীকে কারাদণ্ডের নির্দেশ

শিক্ষা
Spread the love


বালুরঘাট: বাংলাদেশের পট পরিবর্তনের পরই পাল্টেছে ভারত বাংলাদেশের সম্পর্ক। যার প্রভাব সীমান্তে পড়েছে। এমন আবহে বিএসএফের ওপর আক্রমণ করার ঘটনায় দোষী সাব্যস্ত এক পাচারকারীকে কারাদণ্ডের নির্দেশ দিল বিচারক। দক্ষিণ দিনাজপুরের জেলার কুশমণ্ডি সীমান্তে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারে বাধা দেওয়ায় বিএসএফ জওয়ানের উপর হামলার অভিযোগ উঠেছিল। সেই মামলায় অভিযুক্ত ইয়াসিন আলিকে ১ বছর ১০ মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় বিচারক। বৃহস্পতিবার এর পাশাপাশি আরও দুটি মামলাতেও অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন বালুরঘাট জেলা আদালতের স্পেশাল কোর্টের (এনডিপিএস অ্যাক্ট) বিচারক মনোজ কুমার প্রাসাদ।

আদালত সূত্রে খবর, আসামির নাম ইয়াসিন আলি। বাড়ি কুশমণ্ডি ব্লকেরই উত্তর করোঞ্জি এলাকায়। জানা গিয়েছে, ২০২৩ সালের ২০ এপ্রিল কুশমণ্ডি থানার খৈলতোর সীমান্ত দিয়ে অভিযুক্ত ব্যক্তি নিষিদ্ধ কাফ সিরাফ পাচারের চেষ্টা করছিল। সেই সময় এক বিএসএফের বাঁধার মুখে পড়তেই তাকে বাঁশ গিয়ে আক্রমণ করে অভিযুক্ত। ঘটনায় নরবু শেরপা নামে এক বিএসএফ জওয়ান আহত হন। তবে শেষপর্যন্ত বিএসএফের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। ধৃতের তল্লাশি চালিয়ে ৫০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে বিএসএফ। পরদিন কুশমণ্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিএসএফ। এই মামলায় ২০২৩ সালের ১৬ অক্টোবর পুলিশ চার্জশিট দেয়। এরপরেই বিচার প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার বালুরঘাট জেলা আদালতের এডিজে থার্ড কোর্টের বিচারক মনোজ কুমার প্রসাদ ওই মামলায় রায় দেয়। আদালত সূত্রে খবর, তিনটি মামলায় ওই আসামির সাজা ঘোষণা হয়েছে। তার মধ্যে সর্বাধিক ১ বছর ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *