বালুরঘাট: কলেজের অধ্যক্ষ ও কর্মীর পরিচয় দিয়ে বহু ছাত্রীর ফোনে কল গেল সাইবার প্রতারকদের। আর সেই ফোন কলেই দেওয়া হল রিভিউ-এর মাধ্যমে নম্বর বাড়িয়ে পাশ করানোর টোপ। সাইবার প্রতারকদের পাতা এই ফাঁদে পা দিয়ে টাকা খোয়ালেন বেশ কিছু ছাত্রী। ঘটনাটি ঘটেছে বালুরঘাটে। জানা গিয়েছে, ৬০০-১০০০ টাকা পর্যন্ত খুইয়েছেন ওই ছাত্রীরা।
গত ১১ ই জুন বালুরঘাট গার্লস কলেজের প্রথম সিমেস্টারের রেজাল্ট বের হয়। ২৬ জুন রিভিউ-এর শেষ তারিখ ছিল। রিভিউ-এর তারিখ পেরিয়ে যাওয়ার পর থেকেই প্রতারকরা সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ। ইতিমধ্যেই ছাত্রীদের তরফে সাইবার ক্রাইম থানায় মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে। মাইনো হাঁসদা নামে এক ছাত্রী বৃহস্পতিবার সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়েরও করেছেন। ঘটনা প্রসঙ্গে বালুরঘাট ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ বলেন, ‘অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’