বালুরঘাট: গত রবিবার বালুরঘাটের আত্রেয়ীতে তলিয়ে যাওয়া দ্বাদশ শ্রেণির ছাত্রের দেহ ভেসে উঠল বাংলাদেশের পত্নীতলা থানা এলাকায়। গতকাল রাতেই পত্নীতলা থানা এলাকার নজিপুর থেকে বালুরঘাটে ওই খবর এসে পৌঁছায়। এদিন মঙ্গলবার দুপুরে বিএসএফ ও বিজিবির ফ্ল্যাগ মিটিংয়ের মধ্য দিয়ে ডাঙ্গী বিওপি দিয়ে ওই মৃতদেহ ভারতে ফেরানো হয়। বালুঘাট থানার পুলিশ মৃতদেহটি হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিকে ওই ছাত্রের মৃত্যুর জন্য তদন্ত চেয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ করেছে তার বাবা। ওই মৃত্যুর পেছনে ওই ছাত্রের সঙ্গীদের ভূমিকারও তদন্ত করার আর্জি জানিয়েছেন তিনি। বালুরঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে পড়ুয়ার নিথর দেহ পেতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজনরা। জানা গিয়েছে গত রবিবার বিকেলে বালুরঘাট আত্রেয়ী নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই পড়ুয়া। তার নাম কৃতিমান বর্মন(১৮)। বাড়ি বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুরে। তবে তারা দীর্ঘদিন ধরে উত্তমাশা এলাকায় ভাড়া বাড়িতে থাকে। গত দুদিন আত্রেয়ী নদীর সর্বত্র খুঁজে তার কোন খোঁজ পাওয়া যায়নি। গতকাল সন্ধ্যায় বাংলাদেশের আত্রেয়ী নদীর পত্নীতলা থেকে তার দেহ উদ্ধার হয়।