কুলটি ও আসানসোলঃ সাধুর বেশ ধরে এক মহিলার গলা থেকে মঙ্গলসূত্র ছিনতাইয়ের অভিযোগে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আসানসোলের দামাগড়িয়া রেলব্রিজের কাছে। ধৃতরা উত্তরাখন্ড এবং হরিয়ানার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।
জানা গিয়েছে, ঝাড়খন্ডের বাসিন্দা কৃষ্ণা বাউরি স্বামী ও সন্তানদের নিয়ে পুজো দিতে এসেছিলেন ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে পুরনো কল্যাণেশ্বরী মন্দিরে। পুজো দিয়ে ফেরার পথে দামাগড়িয়া রেলব্রিজের কাছে তাদের পথ আটকায় সাধুবেশে থাকা চার দুষ্কৃতী। সেই সময় এক মহিলাকে আশীর্বাদ দেওয়ার নাম করে গলায় থাকা মঙ্গলসূত্র ছিনিয়ে নেয়। ছিনতাই করে চার দুষ্কৃতী চার চাকা গাড়িতে করে কলকাতার দিকে পালিয়ে যায়।
এই ঘটনার খবর পেয়ে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ তৎপর হয়। চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত মেলেকোলা সংলগ্ন রাস্তায় নাকা তল্লাশি শুরু করে পুলিশ। আর তাতেই গাড়ি সহ চারজন ধরা পড়ে। তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের মঙ্গলবার আসানসোল আদালতে পেশ করা হয়। তদন্তের জন্য ধৃতদের হেপাজতে নেওয়ার জন্য আদালতে পুলিশের তরফে আবেদন করা হয়েছে।