উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জম্মু ও কাশ্মীরের রামবানে বাস দুর্ঘটনায় আহত হলেন ৩৬ জন তীর্থযাত্রী। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে ঘটনাটি ঘটেছে চান্দেরকোটে। অমরনাথ যাত্রার কনভয়ের শেষ বাসের ব্রেক ফেল করায় এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ওই বাসটি অন্য চারটি বাসে পরপর ধাক্কা দেয়। সংঘর্ষে বাসগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আহতদের আঘাত গুরুতর নয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকালে রামবান জেলার মহাসড়ক দিয়ে পহলগামের দিকে যাচ্ছিল তীর্থযাত্রীদের কনভয়। সেই সময় কনভয়ের শেষ বাস নিয়ন্ত্রণ হারিয়ে তীর্থযাত্রীবোঝাই চারটি বাসে পরপর ধাক্কা মারে। এতে ৩৬ জন অমরনাথ তীর্থযাত্রী সামান্য আহত হয়েছেন বলে খবর।
ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। আহতদের উদ্ধার করে রামবান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত তেমন গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। পরে তীর্থযাত্রীদের অন্য বাসের ব্যবস্থা করা হয়। ফের যাত্রা শুরু করে অমরনাথ যাত্রার কনভয়।
রামবানের ডেপুটি কমিশনার এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ‘কনভয়ের শেষ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িতে ধাক্কা মারে। যার ফলে চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহতদের রামবান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ এই বছর অমরনাথ যাত্রা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে।