Ahmedabad Aircraft Crash | আর্থিক তথ্য প্রকাশে চাপ? বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অভিযোগ ওড়াল এয়ার ইন্ডিয়া

Ahmedabad Aircraft Crash | আর্থিক তথ্য প্রকাশে চাপ? বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অভিযোগ ওড়াল এয়ার ইন্ডিয়া

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় (Ahmedabad Aircraft Crash) ক্ষতিপূরণ নিয়ে মৃতদের পরিবারের লোকজনদের একাংশ অভিযোগ তুললেন এয়ার ইন্ডিয়া (Air India) কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরিবারগুলির অভিযোগ, প্রাথমিক ক্ষতিপূরণ প্রক্রিয়া চলাকালীন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির আর্থিক তথ্য প্রকাশের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। ক্ষতিপূরণ দেওয়ার আগে এয়ার ইন্ডিয়া তাঁদের একটি ফর্ম ফিলাপ করতে বাধ্য করছে। বলা হচ্ছে, ফর্মের সমস্ত প্রশ্নের উত্তর না দিলে কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না।’

যদিও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছেন, নির্দিষ্ট কয়েকজন মৃত যাত্রীর নিকট আত্মীয়দের ফর্ম দেওয়া হয়েছিল। তা দেওয়া হয়েছে শুধুমাত্র পারিবারিক সম্পর্ক যাচাই করার জন্য। যাতে ক্ষতিপূরণের অর্থ সঠিকভাবে যোগ্যদের হাতেই পৌঁছায়। এয়ার ইন্ডিয়া একটি বিবৃতিতে জানিয়েছে, ক্ষতিপূরণের অর্থ দেওয়ার আগে কিছু প্রক্রিয়া মানতে হয়। তাঁরা মৃত যাত্রীদের পরিবারের পাশে রয়েছেন বলে জানান।

সম্প্রতি ভয়াবহ বিমান বিপর্যয়ের সাক্ষী থেকেছে আহমেদাবাদ। আহমেদাবাদ বিমানবন্দর সংলগ্ন মেঘানিনগরে ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান। বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল। এই দুর্ঘটনায় বিমানে থাকা ২৪১ জনেরই মৃত্যু হয়। জীবিত অবস্থায় ফেরেন মাত্র একজন। এছাড়া ঘটনাস্থলে থাকা নাগরিকদের নিয়ে মোট ২৭০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কীভাবে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে, তা নিয়ে শুরু হয় তদন্ত। বিমানের দুটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *