বহরমপুর: চাঁছাছোলা ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। রাজ্যে একের পর এক হতে চলা নারী নির্যাতন থেকে শুরু করে ধর্ষণ ও মহিলাদের ওপর আক্রমণের ঘটনায় সরব হলেন অধীর বাবু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানিয়ে শুরুতে তিনি বলেন,”এই মুখ্যমন্ত্রী চরম অমানবিক, নিষ্ঠুর। অরাজক পরিস্থিতি রাজ্যের। সরকারি বা বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে খুন হচ্ছেন মহিলা ডাক্তার-নার্সরা। প্রতিক্ষেত্রেই মুখ্যমন্ত্রী প্রশাসনের মাধ্যমে তথ্য প্রমাণ লোপাট করতে প্রস্তুত। মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে উনি আমাদের কলঙ্ক। কারণ মহিলা হয়েও তিনি মহিলাদের ওপর ঘটে চলা অত্যাচার নিয়ে কোনওভাবেই চিন্তিত নন। এটা আমাদের জন্য রাজ্যবাসী হিসেবে লজ্জার”।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন,”এরাজ্যে নির্যাতিতার কথা শোনা হয় না, উল্টে কোনও নির্যাতিতা বা মৃতার দেহ সবকিছুকে আড়াল করতে চান আমাদের এই মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রীর এই নিষ্ঠুরতা আর নির্লজ্জতা বাংলার মানুষকে ক্রমশ ক্ষুব্ধ করছে”।