উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বলিউড অভিনেত্রী দিশা পাটানির বরেলির বাড়িতে গুলি চালানোয় অভিযুক্ত দুই ব্যক্তির মৃত্যু হল পুলিশের গুলিতে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ঘটনাটি ঘটেছে। নিহতদের নাম রবীন্দ্র ও অরুণ। সন্দেহভাজন দুজনই গ্যাংস্টার গোল্ডি ব্রারের দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
১২ সেপ্টেম্বর ভোরে বেরেলির সিভিল লাইনস এলাকায় পাটানির পৈতৃক বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে। যা নিয়ে আতঙ্ক ছড়ায়। গুলি চলার সময় পাটানির বাবা অবসরপ্রাপ্ত ডিএসপি জগদীশ সিং পাটানি, মা এবং বড় বোন খুশবু পাটানি বাড়িতে উপস্থিত ছিলেন।
এরপর ঘটনার তদন্ত শুরু হয়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে তাদের হদিস। অভিযুক্তদের পাকড়াও করতে এদিন দিল্লি পুলিশের স্পেশাল সেল, হরিয়ানা এসটিএফ এবং ইউপি এসটিএফ গাজিয়াবাদে যৌথ অভিযান চালায়। সন্দেহভাজনরা গুলি চালালে পুলিশও পালটা জবাব দেয়। এনকাউন্টারে দুই অভিযুক্ত গুরুতর জখম হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন দিল্লি পুলিশের এক কর্মী। ঘটনাস্থল থেকে পিস্তল, কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
দিশা পাটানির বাড়িতে গুলি চালানোর দায় স্বীকার করেছিল গ্যাংস্টার গোল্ডি ব্রার। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে সে দায় স্বীকার করে। তার বক্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। গোল্ডি ব্রার জানিয়েছিল, দিশা পাটানি এবং তাঁর বোনের দুই ধর্মীয় ব্যক্তিত্ব – সন্ত প্রেমানন্দ মহারাজ এবং অনিরুদ্ধাচার্য সম্পর্কে করা মন্তব্যের প্রতিবাদে হামলা চালানো হয়েছিল।