আবেগের নাম একুশে জুলাই। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট, শহিদ স্মরণ। সকাল থেকেই সরগরম গোটা চত্বর। ‘দিদি’ তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে রাত থেকে একটু একটু করে জমায়েত করতে শুরু করেছেন দলের কর্মী, সমর্থকরা। আমজনতার ভিড়ও কম নয়। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপি বিরোধী লড়াইয়ের কোন সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা শুনতে আগ্রহী সকলে। এমন হাইভোল্টেজ সভার জন্য ধর্মতলা চত্বর-সহ গোটা কলকাতাই নিরাপত্তা বলয়ে মোড়া। রাস্তায় রাস্তায় পুলিশি টহল। যানবাহনও নিয়ন্ত্রণ করা হচ্ছে সকাল থেকে। একুশে জুলাই, তৃণমূলের শহিদ তর্পণের খুঁটিনাটি জানতে চোখ রাখুন লাইভ আপডেটে।
সকাল ৮.২৩: একুশের সমাবেশে যোগ দিতে সল্টলেকের করুণাময়ী মেলার মাঠে ছিলেন উত্তরবঙ্গ থেকে আসা তৃণমূল কর্মীরা। সকাল হতেই একে একে বাস রওনা দিচ্ছে তাঁদের হয়ে।
সকাল ৭.৩৭: কল্যাণী থেকে কলকাতায় তৃণমূল কর্মী, সমর্থকরা। চাকদহ থেকে জগন্নাথদেবকে কোলে নিয়ে ধর্মতলার উদ্দেশে রওনা।
সকাল ৭.২০: জেলার সব পথ আজ ধর্মতলামুখী। ভোরের লোকাল ট্রেনে তৃণমূল কর্মী, সমর্থকদের ভিড়। দ্রুত সকলে পৌঁছতে চান তৃণমূলের একুশে জুলাইয়ের সভামঞ্চে।