সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ লক্ষ টাকা দিলেই এসএলএসটি পরীক্ষায় পাশ। ভুয়ো ফেসবুক পোস্ট করে গ্রেপ্তার যুবক। সোশাল মিডিয়ায় ওই যুবককে গ্রেপ্তারির কথা জানিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।
দিনদুয়েক আগে অরিন্দম পাল নামে এক সোশাল মিডিয়া ব্যবহারকারী একটি পোস্ট করে। ওই পোস্টে সে দাবি করে, “আমার বাড়ি মুর্শিদাবাদ। গত দু’দিন আগে আমার ফোন নম্বরে ফোন আসে। দিয়ে বলে SLST এক্সাম পাশ করে চাকরি করতে চাও? মোট ১৪ লক্ষ টাকা লাগবে। প্রশ্নপত্র দু’দিন আগে পেয়ে যাবে। মুর্শিদাবাদ থেকে পরীক্ষার দু’দিন আগে বর্ধমান নিয়ে যাবে। পরীক্ষার প্রশ্ন পৌঁছে দেবে। তারপর দিন ৫ হাজার টাকা দিতে হবে। ইন্টারভিউয়ের সময় ৪ লাখ লাগবে। আর বাকিটা চাকরি পাওয়ার পর। তাহলে কী এবার এইভাবে প্রতারণা হবে? প্রশ্নপত্র লিক হয়ে যাবে?”
এই পোস্টটি নজরে আসতেই নড়েচড়ে বসে পুলিশ। খতিয়ে দেখা হয় ওই ব্যক্তি আদতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মাংরুল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ধৃত অরিন্দম একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। অরিন্দম ওরফে টুকলুর ফেসবুক প্রোফাইলে দেখা গিয়েছে যে ঘাটাল কলেজ থেকে ২০১৬ সালে স্নাতক হয়েছেন তিনি। তাঁর ফেসবুক ওয়ালের বিভিন্ন পোস্টও সরকার বিরোধী বার্তায় ভরা। তাঁর সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতার কথাও শোনা গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আরও দাবি, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বরের পরীক্ষাকে কালিমালিপ্ত করতে ওই যুবক এই কাজ করেছে বলেই দাবি পুলিশ। তাকে নিজেদের হেফাজতে নিয়ে ভুয়ো প্রচারের উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে বলেই দাবি তদন্তকারীদের।
উল্লেখ্য, শিক্ষক নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। তার ফলে চাকরিহারা অন্তত ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। সুপ্রিম নির্দেশ মেনে সেপ্টেম্বরের ৭ ও ১৪ তারিখ হতে চলেছে এসএসসি পরীক্ষা। সেই পরীক্ষার আগে এই ধরনের ভুয়ো পোস্ট যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন