সংসদে হাজিরা নিয়ে কড়া তৃণমূল, দলীয় সাংসদদের বৈঠকে আর কী নির্দেশ দিলেন অভিষেক?

সংসদে হাজিরা নিয়ে কড়া তৃণমূল, দলীয় সাংসদদের বৈঠকে আর কী নির্দেশ দিলেন অভিষেক?

স্বাস্থ্য/HEALTH
Spread the love


নন্দিতা রায়, নয়াদিল্লি: দলের অভ্যন্তরে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে বৃহস্পতিবার নয়াদিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিনকয়েক আগেই আপাতত সংসদে দলকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব ন্যস্ত হয়েছে তাঁর হাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঘোষণার পরপরই মহুয়া মৈত্রের সঙ্গে সংঘাতের জেরে তৃণমূলের চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যেপাধ্যায়। তাঁর জায়গায় কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়কে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এই আবহে আজকের বৈঠকে অভিষেকের নির্দেশ, সংসদের অধিবেশন চলাকালে রাজধানীতে থাকলে শুধু নিয়মমাফিক সই করে হাজিরা দিলেই চলবে না, পুরো সময়ই থাকতে হবে সংসদে। সংসদ বন্ধ থাকাকালে নিজ নিজ সংসদীয় কেন্দ্রে ফিরে গিয়ে এলাকায় নিবিড় জনসংযোগ তৈরি করে বজায় রাখার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিজেদের মধ্যে মতপার্থক্য ঘুচিয়ে সব দলীয় সাংসদকে একসঙ্গে চলতে বলেছেন তিনি। পাশাপাশি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ও তাঁদের দলের ভাবমূর্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাবধানে মুখ খোলার পরামর্শ দিয়েছেন অভিষেক।

দিল্লির দলীয় কার্যালয়ে সাংসদদের নিয়ে বৈঠকে অভিষেক। নিজস্ব ছবি।

তৃণমূল সাংসদ হিসেবে জাতীয় রাজনীতিতে দায়িত্ব বেড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার কারণে এই মুহূর্তে লোকসভার দলনেতার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। এই অবস্থায় বৃহস্পতিবার কলকাতা থেকে দিল্লি পৌঁছেই দলের কাজে ঝাঁপিয়ে পড়েছেন অভিষেক। দিনের প্রথমার্ধ্বে সংসদের বাইরে বাংলা ভাষার উপর অত্যাচারের প্রতিবাদে বাকি সাংসদদের সঙ্গে শামিল হন। তারপর লোকসভায় দলের নতুন মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার, ডেপুটি দলনেতা শতাব্দী রায়কে নিয়ে অভিষেক যান স্পিকারের সঙ্গে দেখা করতে। লোকসভায় এসআইআর নিয়ে আলোচনার দাবি জানান স্পিকারের কাছে।

শতাব্দী রায় ও কাকলি ঘোষ দস্তিদারকে সঙ্গে নিয়ে স্পিকারের সাক্ষাতে অভিষেক। নিজস্ব ছবি।

এরপর বিকেলে দিল্লির দলীয় কার্যালয়ে সাংসদদের নিয়ে বৈঠকে বসেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, অধিবেশন চলাকালীন সংসদে নিয়মিত হাজিরা, কক্ষ সমন্বয়ে আরও জোর দেওয়া নিয়ে নির্দিষ্ট বার্তা দিয়েছেন তিনি। সাংসদদের উদ্দেশে অভিষেকের বার্তা, শুধু সংসদে হাজিরা দিয়ে চলে গেলেই হবে না। গোটা অধিবেশনে থাকতে হবে, সকলের বক্তব্য শুনতে হবে, নিজের বক্তব্য জানাতে হবে। তিনি এও বলেন, সংবাদমাধ্যমের সামনে বেফাঁস মন্তব্য নয়। যাঁকে যে বিষয় নিয়ে বক্তব্য রাখার নির্দেশ দেবে দল, তিনি যেন সেই নির্দেশ মেনে চলেন। সবমিলিয়ে লোকসভার দলনেতা হিসেবে প্রথম দিন থেকেই বেশ কড়া হাতে দলের রাশ ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *