সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর প্রত্যাঘাতের আশঙ্কায় কাঁপছে পাকিস্তান! পড়শি দেশের একাধিক মন্ত্রীদের মন্তব্যে আগেই এমন আভাস পাওয়া গিয়েছে। এই আবহে সোমবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের একটি বক্তব্য সামনে এসেছে। ভারত যে কোনও সময় হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি পাকিস্তানের কোন জায়গায় ভারত আঘাত আনতে পারে সে বিষয়টিও জানিয়ে দিয়েছেন পাক মন্ত্রী।
ইসলামাবাদের সাংবাদিকদের পাক মন্ত্রী জানিয়েছেন, ভারত লাইন অফ কন্ট্রোল (LOC) বরাবর হামলা চালাতে পারে। মন্ত্রীর কথায়, “এমন খবর রয়েছে যে ভারত যে কোনও সময় LOC-র যে কোনও অংশে হামলা চালাতে পারে। তবে এমন যদি হয় তাহলে ভারতকে উপযুক্ত পালটা জবাব দেওয়া হবে।” এই মন্তব্য থেকেই আরও পরিস্কার যে পাকিস্তান প্রত্যাঘাতের প্রহর গুনতে শুরু করেছে।
পহেলগাঁও হামলার পর এটাই প্রথম নয় যখন কোনও পাকিস্তানি মন্ত্রী প্রত্যাঘাতের আশঙ্কা করেছেন। গত সপ্তাহে পাক তথ্য প্রযুক্তি মন্ত্রী আটা তারার আশঙ্কা করেছিলেন পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে যে কোনও সময় পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত।
এদিকে সোমবারই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক একটি নয়া নির্দেশিকা জারি করে। সেই নির্দেশিকায় আগামী ৭ মে যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার জন্য মহড়ার নির্দেশ দেওয়া হয়েছে বেশ কয়েকটি রাজ্যকে। এরই মধ্যে পাক মন্ত্রীর হামলার আশঙ্কায় নতুন করে জল্পনা শুরু হয়েছে তাহলে কি যুদ্ধ এখন শুধুই সময়ের অপেক্ষা?