সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেপ্টেম্বরে ভারতীয় মহিলা ক্রিকেট দল মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। এদিন বিসিসিআই অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে। ম্যাচগুলি হবে ১৪, ১৭ এবং ২০ সেপ্টেম্বর চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে।
এবছরের শেষের দিকে রয়েছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। তার আগে দুই দলই বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতির সুযোগ পাবে বলে মনে করছে ক্রিকেট মহল। ১৮ বছর পর ফের চিপকে আয়োজিত হবে মহিলাদের ওয়ানডে। ২০০৭ সালের মার্চে এখানেই চতুর্দেশীয় প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। গত বছর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছিল চিপকে।
চলতি বছর ওয়ানডে’তে দুর্দান্ত ছন্দে দেখা গিয়েছে হরমনপ্রীত কৌরদের। জানুয়ারিতে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে পরাজিত করার পর ‘উইমেন ইন ব্লু’ শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ জেতে। ভারতীয় দলে বেশ কিছু নতুন মুখ সুযোগ পেয়েছে। অলরাউন্ডার কাশভি গৌতম, বাঁ-হাতি স্পিনার শ্রী চরানি, শুচি উপাধ্যায় এবং পেসার ক্রান্তি গৌড়ের অভিষেক হয় সম্প্রতি।
গত বছর সংযুক্ত আরব আমিরশাহীতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে তেজল হাসাবনিস এবং তিতাস সাধু-সহ আরও আটজনের ওয়ানডে ক্রিকেটে অভিষেক ঘটেছে। উল্লেখ্য, জুন-জুলাইয়ে ভারতীয় মহিলা দল ইংল্যান্ড সফর করবে। সেখানে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবে ভারত।
ভারত বনাম অস্ট্রেলিয়া
প্রথম ওডিআই: ১৪ সেপ্টেম্বর
দ্বিতীয় ওডিআই: ১৭ সেপ্টেম্বর
তৃতীয় ওডিআই: ২০ সেপ্টেম্বর
(সমস্ত ম্যাচই হবে চেন্নাইয়ে।)