বালুরঘাট ল’কলেজে ছাত্রনেতার দাদাগিরি! কলেজে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, জানালেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ

বালুরঘাট ল’কলেজে ছাত্রনেতার দাদাগিরি! কলেজে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, জানালেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


রাজা দাস, বালুরঘাট: বালুরঘাট ল’কলেজে ছাত্রনেতার দাদাগিরি! পড়ুয়ার কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন এক ছাত্র। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ভিডিও ছড়িয়ে পড়তেই দক্ষিণ দিনাজপুরে শুরু রাজনৈতিক কাদাছোঁড়া। যদিও ক্যাম্পাসে এই রকম কোনও ঘটনাই ঘটেনি বলে সাফ জানিয়েছেন বালুরঘাট আইন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সন্তোষ কুমার তেওয়ারি। কলেজে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে বলেই দাবি তাঁর।

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক ছাত্র অপর এক ছাত্রের কলার ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে। সেই ভিডিওটি বালুরঘাট আইন কলেজের দাবি করে নিজের এক্স হ্যান্ডেলেও পোস্ট করে সরব হয়েছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

তিনি লিখেছেন, ‘বালুরঘাট ল’কলেজে শাসকদলের ছাত্র নেতার প্রকাশ্যে দাদাগিরি দেখুন! শিক্ষাঙ্গনের মধ্যেই হুমকি দিয়ে এক ছাত্রকে কলার ধরে টেনে নিয়ে যেতে দেখা যাচ্ছে।’ তিনি আরও জানিয়েছেন , ওই ‘গুণধর’ ছাত্রের নাম রুপম সাহা। ল’কলেজের মধ্যে এর আগেও তাঁর বিরুদ্ধে সাধারণ ছাত্রদের ভীতি প্রদর্শন থেকে শুরু করে একাধিক অন্যায় কাজের অভিযোগ রয়েছে। জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, “যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে পরিস্কার এটি বালুঘাট ল’কলেজের ভিডিও। ছাত্রদের পরিচয় জানা গিয়েছে। তবে ঘটনাটি কবে ঘটেছিল কিংবা পুরনো তা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার গোটা রাজ্যের বিভিন্ন কলেজে একই চিত্র।”

রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি ও সুকান্ত মজুমদার মিথ্যা বলছেন বলে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল। তিনি বলেন, “রাজনৈতিক ফায়দা তুলতে মিথ্যে ভিডিও ছড়াচ্ছেন সুকান্ত মজুমদার। একটা ছবির সঙ্গে আরেকটি ছবি জুড়ে দিয়ে অপ্রচার করছে বিজেপি। এই ধরণের কোনো ঘটনা ঘটলে অভিযোগ হত এবং পুলিশ তদন্তে নামত।” কলেজে এই রকম ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন বালুরঘাট আইন কলেজের ভারপ্রাপ্ত টিআইসি সন্তোষ কুমার তেওয়ারি। তিনি জানান, এমন কোনও অভিযোগ তিনি পাননি। এটি কলেজের ঘটনা বলে তিনি মনে করেন না। ভিডিওতে যা দেখা যাচ্ছে তাতে একবন্ধু আরেক বন্ধুর কলার ধরে নিয়ে যাচ্ছে। এটি মজা করার ভিডিও বলেই মনে হয়। তিনি বলেন,”কলেজে কোনও ইউনিয়ন নেই। শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *