সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে কুকুর রয়েছে শুধু তাঁরা নন, সকলেই জানেন ওরা মন খারাপের ওষুধ। বাড়ি ফিরলেই ছুটে এসে আদর করে ভুলিয়ে দিতে পারে সারাদিনের ক্লান্তি। কিন্তু কখনও ভেবেছেন আদরের সময় যে লালারসে চোখ মুখ ভরিয়ে দেয় প্রিয় পোষ্য, তাতে আপনার ক্ষতি হয় না তো? চলুন আজ জেনে নেওয়া কুকুরের লালারসে লুকিয়ে থাকা বিপদগুলো।
অনেকক্ষণ পর দেখলেই প্রিয়জনকে জিভ দিয়ে আদর করে ভরিয়ে দেয় কুকুরেরা। স্বাভাবিকভাবেই লালারসে ভরে যায় মনিবের চোখ-মুখ-হাত-পা। বিশেষজ্ঞরা বলছেন, ওদের লালারসে থাকে অণুজীব। যার জেরে মানুষের ডায়রিয়া, জ্বর-সহ একাধিক সমস্যা দেখা দিতে পারে। সালমোনেলা (ব্যাকটেরিয়া) বিভিন্ন উপায়ে সংক্রমিত হতে পারে। তবে কুকুরের সঙ্গে লালারসের মাধ্যমে ছড়ানোর সম্ভাবনা সব থেকে বেশি। কুকুরেরা খুব ঘন ঘন নিজেদের গ্রুম করে। পশম, মুখবয়ব থেকে ব্যাকটেরিয়া যায় মুখে। যখন সে মানুষকে মূলত চোখ-মুখে জিভ দিয়ে আদর করে তখন তা সহজেই ছড়িয়ে যায়।
কীভাবে সাবধান হবেন?
১. বিশেষজ্ঞদের পরামর্শ, পোষ্যকে আদরের পর, তাঁদের স্নান করানো বা খাওয়ানোর পর ভালো করে নিজের হাত ধুয়ে নিন।
২. চেষ্টা করুন জিভের আদর এড়িয়ে যাওয়ার। মূলত, চোখ-মুখে লালারস যাতে না লাগে সেদিকে নজর দিন।
৩. পোষ্যকে নিয়মিত চিকিৎসকের কাছে নিয়ে যান। যাতে কোনও সমস্যা থাকলে দ্রুতই জানতে পারেন।
৪. পোষ্যের বিছানা, খাবারের বাসন পরিচ্ছন্ন রাখুন।
সতর্ক হওয়া মানেই কিন্তু পোষ্যের সঙ্গে দূরত্ব বাড়ানো নয়। ওদের মতো বন্ধু আর কে আছে! কিন্তু নিজের সুরক্ষার কথাও মাথায় রাখতে হবে। তাই পোষ্যেকে আদরের সময়, তার সঙ্গে খেলাধুলোর সময় কাঁটছাট না করে উপরোক্ত বিষয়টা মাথায় রাখলেই হবে।