প্রথম ছবিতে বিপুল সাফল্যের পর এবার দ্বিতীয় ছবি নিয়ে ব্যস্ত অনীত পাড্ডা, কার বিপরীতে দেখা যাবে তাকে?

প্রথম ছবিতে বিপুল সাফল্যের পর এবার দ্বিতীয় ছবি নিয়ে ব্যস্ত অনীত পাড্ডা, কার বিপরীতে দেখা যাবে তাকে?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরেই বলিউডে অভিষেক হয়েছে নবাগতা অভিনেত্রী অনীত পাড্ডার। অহন পাণ্ডের বিপরীতে ‘সাইয়ারা’ ছবিতে সকলের মন জয় করে নিয়েছেন অনীত। প্রথম ছবিতে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর এবার নাকি দ্বিতীয় ছবির জন্য প্রস্তুতিতে ব্যস্ত অনীত। ইতিমধ্যেই শুরু হয়েছে এই নিয়ে জল্পনা।

এবার নাকি একটি কোর্টরুম ড্রামায় দেখা যাবে অনীতকে এমনটাই গুঞ্জন। অন্তত এক বিনোদনমূলক ওয়েবসাইটের দাবি অনুযায়ী জানা যাচ্ছে এমনটাই। এবার একেবারে প্রেমিকাসুলভ আচরণ ছেড়ে এমন এক চরিত্রে ধরা দেবে অনীত যেখানে তাকে দেখা যাবে ন্যয় বিচারের জন্য সারা দুনিয়ার সঙ্গে লড়াই করতে। অনীতের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে নাকি ফতিমা সানা শেখ ও অর্জুন মাথুরকেও। অন্যায়ের বিরুদ্ধে এই ছবিতে গর্জে উঠবে অনীত অভিনীত চরিত্র।

উল্লেখ্য, মুক্তির পরই বক্সঅফিসে নতুন রেকর্ড গড়েছিল যশরাজ ফিল্মসের ব্যানারে মোহিত সুরির ছবি ‘সাইয়ারা’। নবাগত জুটি অহন পাণ্ডে ও অনীত পাড্ডাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শক। কম সময়ের মধ্যেই এই ছবি বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি পার করেছে ‘সাইয়ারা’। বক্স অফিসে ভালো ব্যবসা করার পর ওটিটিতে যাত্রা শুরু করেছে এই ছবি। এবার নতুন চরিত্রে অনীতকে দেখার জন্যও মুখিয়ে রয়েছেন দর্শক। তবে অনীতের নতুন ছবি যা শোনা যাচ্ছে সবটাই গুঞ্জন। এখনও এই নিয়ে মুখ খোলেননি নবাগতা নায়িকা। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *