সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হামলায় মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রীর বার্তা, এই সন্ত্রাস ভীষণভাবে নিন্দনীয়। কোনওভাবেই যেন দোষীরা ছাড় না পেয়ে যায়, সেটা নিশ্চিত করতে হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার এই ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করছেন। অভিষেকের বক্তব্য, “বিজেপির ভ্রান্ত নীতি আর অপপ্রচারই এই হামলার কারণ।”
বেসরকারি হিসাব বলছে, পহেলগাঁও হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। পহেলগাঁওয়ে রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে। পুলওয়ামার পর এটাই ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় জঙ্গি হামলা। অন্তত মৃতের সংখ্যার নিরিখে। পুলওয়ামা যেমন গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছিল, এই ঘটনার ভয়াবহতাও কোনও অংশে কম নয়। এই মুহূর্তে পহেলগাঁওয়ের পরিস্থিতি কী? কীভাবে হামলা হল? গোয়েন্দা সূত্রে কোনও খবর ছিল কিনা? এমন নানা প্রশ্ন উঠে আসছে এই ঘটনার পর।
I’m deeply anguished by the brutal terrorist assault within the Pahalgam area of Anantnag, Jammu & Kashmir.
My heartfelt condolences to the households of those that misplaced their lives, and prayers for the swift restoration of the injured.
This act of violence is totally reprehensible and…
— Mamata Banerjee (@MamataOfficial) April 22, 2025
As we speak’s terror assault in Jammu & Kashmir is just not solely unlucky and horrifying nevertheless it should function a clarion name for the GoI.
This is identical authorities that claimed demonetisation would finish black cash and terror funding and that the abrogation of Article 370 would deliver…
— Abhishek Banerjee (@abhishekaitc) April 22, 2025
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে এ নিয়ে রাজনৈতিক কোনও বক্তব্য রাখেননি। হামলার পর মমতা এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘কাশ্মীরের পহেলগাঁওয়ে নিষ্ঠুর জঙ্গি হামলা আমাকে স্তম্ভিত করেছে। যারা স্বজন হারিয়েছেন, সেই পরিবারগুলির প্রতি আমার গভীর সহমর্মিতা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই সন্ত্রাস ভীষণভাবে নিন্দনীয়। কোনওভাবেই যেন দোষীরা ছাড় না পেয়ে যায়, সেটা নিশ্চিত করতে হবে।” অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য পুরোদস্তুর মোদি সরকারকে তোপ দেগেছেন। মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেও তাঁর বার্তা, “কাশ্মীরের এই দুর্ভাগ্যজনক জঙ্গি হামলা ভারত সরকারের জন্য শিক্ষনীয়। এই সরকারই দাবি করেছিল নোট বাতিলের পর সব সন্ত্রাস দূর হয়ে যাবে। ৩৭০ ধারা বাতিলের ফলে কাশ্মীরে দীর্ঘস্থায়ী শান্তি ফিরবে। আজকের ঘটনা সেইসব প্রতিশ্রুতিকে মিথ্যা এবং অপপ্রচারকে ভুল প্রমাণ করার জ্বলন্ত উদাহরণ।”
जम्मू-कश्मीर के पहलगाम में हुए कायराना आतंकी हमले में पर्यटकों के मारे जाने और कई लोगों के घायल होने की ख़बर बेहद निंदनीय और दिल दहलाने वाली है।
मैं शोकाकुल परिवारों के प्रति गहरी संवेदनाएं व्यक्त करता हूं और घायलों के जल्द स्वस्थ होने की आशा करता हूं।
आतंक के खिलाफ पूरा देश…
— Rahul Gandhi (@RahulGandhi) April 22, 2025
বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এই হামলা নিয়ে সরকারকে বিঁধেছেন। ঘটনার তীব্র নিন্দা করেও রাহুল বলেন, “এবার সরকারের বোঝা উচিত অন্তঃসারশূন্য প্রচার করলে কাজের কাজ হবে না। এবার সত্যি সত্যিই সন্ত্রাস মোকাবিলায় পদক্ষেপ করতে হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন