সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেটিএম বাইক থেকে বান্ডিল বান্ডিল টাকা, সোনা-রুপোর গয়না-সহ আরও দামি দামি জিনিস। সঙ্গে রয়েছে ১২টি মোবাইল। এই সমস্ত কিছুই উদ্ধার হয়েছে এক ভিখারিণীর বাড়ি থেকে! ভাবছেন তো, শুধুমাত্র ভিক্ষা করে এত দামি দামি জিনিস তাঁর কাছে এল কোথা এল? তল্লাশি করতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে পুলিশেরও।
জানা গিয়েছে, এই ঘটনা বিহারের মুজাফফরপুরের। সাধারণ মানুষের দরে দরে ভিক্ষা করে দিনযাপন করতেন ওই মহিলা। পেট চালাতে মাঝে মশারি বিক্রিও শুরু করেন। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে, কয়েকদিন ধরেই তাঁর চলাফেরার উপর নজর ছিল রাখছিল পুলিশ। অবশেষে ওই মহিলা ভিক্ষুকের বাড়িতে তল্লাশি চালাতে যান পুলিশ আধিকারিকরা। কিন্তু সেখানে গিয়েই চোখ ছানাবড়া হয়ে যায় সকলের।
তল্লাশি চালিয়ে ১২টি মোবাইল, কেটিএম বাইক থেকে বান্ডিল বান্ডিল টাকা সোনা-রুপোর গয়না উদ্ধার করে পুলিশ। এমনকি মেলে নেপাল, আফগানিস্তান, কুয়েত-সহ বিভিন্ন দেশের মুদ্রাও। এরপরই ওই মহিলাকে জেরা শুরু পুলিশ। তখনই জানা যায়, ভিক্ষার আড়ালে বহুদিন ধরেই হাত সাফাই করছিলেন তিনি। আর এই কাজে তাঁকে সাহায্য করেছে জামাই। মহিলা জানান, উদ্ধার হওয়া সমস্ত জিনিসপত্র তাঁর জামাইয়ের।
পুলিশ জানিয়েছে, লোকের চোখে ধুলো দিতে ভিক্ষা করতেন ওই মহিলা। আসলে তিনি বাড়ি বাড়ি গিয়ে নানা খবর সংগ্রহ করতেন। বাড়ি ফাঁকা থাকার খবর পেলেই জানিয়ে দিতেন জামাইকে। তারপর ‘গুণধর’ জামাই সেখানে গিয়ে নানা বহুমূল্যের জিনিস চুরি করতেন। তবে ওই মহিলাকে পাকড়াও করা গেলেও পলাতক জামাই। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।