সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহবিচ্ছেদের সময় আত্মহত্যার কথা ভাবতেন! পডকাস্টে এসে এমনই বিস্ফোরক দাবি করেছিললেন যুজবেন্দ্র চাহাল। নিজের সেই অবসাদের জন্য ধনশ্রীকে দায়ী করে রীতিমতো বোমা ফাটান ভারতীয় স্পিনার। চাহালের সেই মন্তব্যের পর এবার সামনে এল ধনশ্রী বর্মার নতুন পোস্ট। আপাতত যিনি ঈশ্বরের শরণে! হ্যাঁ, তাঁর সোশাল মিডিয়ার পোস্ট অন্তত সে কথাই বলছে।
বিচ্ছেদের পর থেকে চাহালের সঙ্গে মাহভাশের কেমিস্ট্রি বেশ স্পষ্ট। তাঁরা নিজেরা মুখে কুলুপ আঁটলেও অনুরাগীরা দুয়ে দুয়ে চার করতে মোটেই ক্লান্ত হচ্ছেন না। তবে আপাতত ধনশ্রীর নাম নতুন কারও সঙ্গে জড়ায়নি। তিনি এখন চুটিয়ে উপভোগ করছেন নিজের সিঙ্গলহুড। সম্প্রতি দুবাই ট্যুরের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। আর সেখানেই একটি হিন্দু মন্দিরের সামনে সাদা পোশাকে ধরা দিয়েছেন জনপ্রিয় এই কোরিওগ্রাফার। সেই ছবি দেখেই নেটিজেনদের একাংশের প্রশ্ন, তবে কি শান্তির খোঁজে ঈশ্বরের শরণাপন্ন ধনশ্রী?
তবে শুধুই মন্দিরের ছবি নয়, দুবাইয়ের সংস্কৃতি, খাওয়াদাওয়ার নানা ছবিও পোস্ট করেছেন তিনি। সঙ্গে দিয়েছেন আবেগঘন ক্যাপশানও। জানিয়েছেন, এই শহরে তিনি বড় হয়েছেন। রয়েছে বহু স্মৃতি। এখানে যেমন শান্তি আর শক্তির প্রতীক হিসেবে রয়েছে হিন্দু মন্দির, তেমনই এখানকার সংস্কৃতিও মন ছুঁয়ে যায় তাঁর। সঙ্গে এও লিখেছেন, ‘এই শহরের শিকড়, সংযোগ আর বেড়ে ওঠার জন্য আমি কৃতজ্ঞ।’
View this publish on Instagram
উল্লেখ্য, দীর্ঘ পাঁচ বছরের বিবাহিত জীবন ছিল চাহালের। চলতি বছরই ধনশ্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তারপর সম্প্রতি এক পডকাস্টে নিজের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেন তারকা স্পিনার। সাফ জানান, বিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীন অবসাদে ভুগতেন। ভাবতেন আত্মহত্যা নিয়েও। হত অ্যাংজাইটি অ্যাটাক! সেসব নিয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি ধনশ্রীর তরফে। তিনি যে সিঙ্গলহুড উপভোগ করছেন, সেই বার্তাই যেন দিতে চাইলেন নতুন ছবিগুলি পোস্ট করে।