অর্ণব দাস, বারাসত: এখনও ঘোষণা হয়নি বসিরহাট সাংগঠনিক জেলা কমিটির কোনও ব্লক বা টাউন কমিটির সভাপতির নাম। এরই মধ্যে সাংগঠনিক জেলার অন্তর্গত বারাসত ২নম্বর ব্লকের শাসক দলের গোষ্ঠী কোন্দল উস্কে দিল ছাত্র নেতার ফেসবুক পোস্ট। ‘দালালের চোখ দিয়ে ব্লক না দেখা’ থেকে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে সভাপতি না করার মন্তব্য করলেন ব্লকের তৃণমূল ছাত্র সভাপতি মাফুজা রহমান। সামাজিক মাধ্যমে তাঁর এই পোস্ট বিদ্যুৎ গতিতে শেয়ার হতেই অস্বস্তি বেড়েছে শাসকদলের অন্দরে।তবে এই পোস্টের সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’।

ফেসবুক পোস্টে ‘বারাসত ২ সভাপতি নির্বাচন প্রসঙ্গত’ বলে মাফুজা রহমান লিখেছেন, ”বারাসত ব্লক ২ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসাবে জেলা নেতৃত্বের কাছে আমার আবেদন, কোনও দালালের চোখ দিয়ে ব্লক না দেখে গ্রাসরুট লেভেলে থেকে খোঁজ নিন।’ এরপরই তাঁর বিতর্কিত সংযোজন, ‘কোনো অযোগ্য ব্যক্তি টাকার বিনিময়ে এই ব্লকের দায়িত্ব পেলে বিরোধীরা আবার মায়েদের কোলশূন্য করবে, আমরা চাই না আর কোনো কর্মীকে হারাতে। আমরা চাই যোগ্য, শিক্ষিত, সৎ, নিষ্ঠাবান, কর্মীদের সহযোগী, বিরোধীদের চক্ষুশূল এমন একজন সভাপতি।’
এনিয়ে চর্চা শুরু হলেও নিজের পোস্টে করা বক্তব্যে অনড় ছাত্রনেতা মাফুজা। এনিয়ে তিনি জানিয়েছেন, “২০২২সাল থেকে আমি ব্লকের ছাত্র সংগঠনের দায়িত্বে আছি। নিচুতলার মানুষের সঙ্গে মিলেমিশে তাঁদের মতামতই আমি ফেসবুকে লিখেছি।” শাসকদলের ছাত্রনেতার পোস্ট নিয়ে বিরোধীরা যথারীতি ময়দানে নেমেছেন। পোস্টের সমালোচনা, কটাক্ষ শুরু করেছে বিরোধী শিবির। এসব বিতর্ক অবশ্য সুকৌশলে এড়িয়ে মন্ত্রী তথা এলাকার বিধায়ক রথীন ঘোষ জানিয়েছেন, “এটি দলের অভ্যন্তরীণ বিষয়। তাই যা বলার দলের অভ্যন্তরে বলব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন