সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইপো খুন! সাতসকালে ধানখেত থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল কাকদ্বীপের রামতনুনগরে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। খুনের কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য। ঠিক কী ঘটেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছ, মৃতের নাম রাকিব শেখ। তার বয়স ২৭ বছর। কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখের ভাইপো ওই যুবক। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা এলাকার ধানের জমিতে কিছু একটা পড়ে থাকতে দেখেন। সামনে যেতেই ভয়ংকর দৃশ্য। দেখা যায় পড়ে রয়েছে যুবকের ক্ষতবিক্ষত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। হারউড কোস্টাল থানার পুলিশ গিয়ে উদ্ধার করেছে দেহ। পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল এলাকায়। কেন এই খুন? নেপথ্যে কে বা কারা? এহেন একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হচ্ছে। রহস্যভেদে জিজ্ঞাসাবাদ করা হবে মৃতের পরিবার, প্রতিবেশী ও বন্ধুবান্ধবদের। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে মৃতের পরিবারের সদস্যরা।