আর জি কর মামলা: চার্জগঠনের সময়সীমা বাড়ানোর আর্জি খারিজ, হাই কোর্টে ফের ধাক্কা সন্দীপের

আর জি কর মামলা: চার্জগঠনের সময়সীমা বাড়ানোর আর্জি খারিজ, হাই কোর্টে ফের ধাক্কা সন্দীপের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


গোবিন্দ রায়: হাই কোর্টে ধাক্কা আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। বাড়ানো হবে না সময়সীমা, ৬ ফেব্রুয়ারির মধ্যেই চার্জগঠনে প্রক্রিয়া শুরু করতে হবে বলেই সাফ জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামিকাল শুরু হবে চার্জগঠনের প্রক্রিয়া।

সম্প্রতি আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুর্নীতি মামলায় চার্জগঠনের নির্দেশ দেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বলা হয়, ৬ ফেব্রুয়ারির মধ্যে চার্জগঠনের প্রক্রিয়া শুরু করতে হবে নিম্ন আদালতে। তারপরই সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েই হাই কোর্টের দ্বারস্থ হন সন্দীপ ঘোষ। তাঁর আইনজীবী বলেন, “আমাদের আশঙ্কা আগামী তিনদিনের মধ্যে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সিবিআইয়ের তরফে আমরা আগে কোনও নথি পাইনি। এখন বিশেষ আদালতের নির্দেশের পরে সেই নথি আমাদের দেওয়া হচ্ছে। তিনদিনের মধ্যে প্রায় দশ হাজার পাতার নথি আমরা দেখব কী করে?” বুধবার সেই আবেদন খারিজ করে দিলেন বিচারপতি। বলেন, ৬ ফেব্রুয়ারির মধ্যে বিশেষ আদালতকে চার্জগঠনের প্রক্রিয়া শুরু করার চেষ্টা করতেই হবে।

প্রসঙ্গত, গত বছরের ৯ আগস্ট, হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয় তাঁকে। তদন্তে নামে কলকাতা পুলিশ। ১০ আগস্ট এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। এরপরই প্রকাশ্যে আসে আর জি করের দুর্নীতির অভিযোগ। এরপরই দুর্নীতির মামলায় মেডিক্য়াল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেপ্তার করা হয়। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *