Zohran Mamdani | নিউইয়র্কের মেয়র হবেন মীরাপুত্র জোহরান! তীব্র আক্রমণে ট্রাম্প, বিঁধলেন কঙ্গনাও

Zohran Mamdani | নিউইয়র্কের মেয়র হবেন মীরাপুত্র জোহরান! তীব্র আক্রমণে ট্রাম্প, বিঁধলেন কঙ্গনাও

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি (প্রাথমিক) নির্বাচনে চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের পুত্র ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি (Zohran Mamdani) প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোকে পিছনে ফেলে অনেক এগিয়ে গিয়েছেন। প্রাক্তন গভর্নর কুমো হার স্বীকার করে নিয়েছেন। এবার চূড়ান্ত পর্যায়ে জয়ী হলে জোহরানই  হবেন নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র। শেষ পাওয়া খবর অনুযায়ী, নিউইয়র্ক সিটি মেয়র পদের ডেমোক্র্যাট প্রাইমারিতে ৯০ শতাংশ ভোট গণনা শেষে এগিয়ে রয়েছেন ৩৩ বছর বয়সি জোহারান মামদানি। তিনি পেয়েছেন ৪৩.৫ শতাংশ ভোট। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন নভেম্বরে। মূলত প্রাইমারি-ই মেয়র নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে। সূত্রের খবর, চূড়ান্ত ভোটগণনা আগামী সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে।

উল্লেখ্য ৩৩ বছরের মামদানি মননে বামপন্থী ও মুক্ত চিন্তার সমর্থক বলে পরিচিত। বাবা মাহমুদ মামদানি জন্মসূত্রে গুজরাটি। একসময় থাকতেন উগান্ডার কাম্পালায়। সেখানেই ভারতীয় চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের সঙ্গে তাঁর পরিচয় হয়। মাহমুদ মামদানি ছিলেন ইন্দো-উগান্ডান রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক ভাষ্যকার। মীরার সঙ্গে পরিচয় থেকে প্রেম, পরে ১৯৯১ সালে তাঁরা বিয়ে করেন। মাহমুদ ও মীরা পরে পাকাপাকি ভাবে আমেরিকায় চলে আসেন। বর্তমানে মাহমুদ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নৃতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান ও আফ্রিকান স্টাডিজ পড়ান। মীরা ও মাহমুদের ছেলে জোহরান বিয়ে করেছেন সিরীয়-মার্কিন শিল্পী  রামা দুওয়াজিকে।

এহেন জোহরান মামদানির নিউ ইয়র্কের মেয়র পদে জয়লাভের সম্ভাবনা জোরদার হতেই তাঁকে আক্রমণ করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, ‘ডেমোক্র্যাটরা এবার সম্পূর্ণ সীমা ছাড়িয়েছে। জোহারান মামদানি, ১০০ শতাংশ কমিউনিস্ট পাগল, এখন ডেম প্রাইমারিতে জয়ী, মেয়র হওয়ার পথে।  এবার সব সহ্যের বাইরে চলে গেছে।’ শুধু ট্রাম্প নয়, একসময় মোদি বিরোধী মন্তব্য করায় মামদানির উপর বেজায় চটেছেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতও (Kangana Ranaut)। কঙ্গনা জানান, ‘টাইমস স্কোয়ারে এক প্রতিবাদ মিছিল থেকে জোহরান হিন্দুদের গালি দিয়েছিলেন, এবং ভগবান রামকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করেছিলেন।’ কঙ্গনা জোহরানের নাম নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, ‘জোহারনের মা মীরা নায়ার একজন খ্যাতনামা পরিচালক, পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত। তবে তিনি গুজরাটি বংশোদ্ভূত লেখক মেহমুদ মামদানিকে বিয়ে করেন। তাঁদের ছেলের নাম জোহরান রাখা হয়েছে, যা শুনতে অনেক বেশি পাকিস্তানি, ভারতীয় কম।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *