Youth allegedly killed by stabbing in Titagarh whereas enjoying Holi

Youth allegedly killed by stabbing in Titagarh whereas enjoying Holi

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


অর্ণব দাস, বারাকপুর: দোলের দিনে রক্তাক্ত টিটাগড়। রং খেলার নামে ডেকে তৃণমূল কাউন্সলর ঘনিষ্ঠ এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। দোল খেলার উদ্দীপনার মাঝেই যুবককে একের পর এক ছুরির কোপ মারা হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। আহত যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আর জি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, নিহতের নাম আকাশ চৌধুরী ওরফে অমর। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম পবন রাজভড়। বাকিরা পলাতক। এলাকায় ব্যাপক উত্তেজনা।

টিটাগড়ে নিহত আকাশ চৌধুরী ওরফে অমর। নিজস্ব ছবি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে খড়দহ ও টিটাগড়ের মাঝে জয়শ্রী কেমিক্যালসের সামনে চলছিল দোল খেলা। তার মাঝে আকাশকে রং খেলার জন্য ডেকে আনে কেউ বা কারা। তিনি সেখানে পৌঁছতেই রংমাখা কয়েকজন যুবক ছুরি দিয়ে তাকে এলোপাথাড়ি কোপ মারে বলে অভিযোগ। রাস্তায় লুটিয়ে পড়েন আকাশ। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। দোলের আনন্দের মাঝে এমন নৃশংস হত্যাকাণ্ডে নিমেষে শোকের ছায়া এলাকায়।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *