বক্সিরহাট: এ যেন এক পুষ্পা সিনেমার কায়দায় নেশার ট্যাবলেট পাচারের চেষ্টা। তবে এক্ষেত্রে শেষ রক্ষা হল না। ধরা পড়ে গেল পুলিশের হাতে। রবিবার ভোরে অসম-বাংলা সীমানা বক্সিরহাট এলাকায় একটি পন্যবাহী গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হল প্রচুর সংখ্যক নেশার ট্যাবলেট ইয়াবা। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৩ পাচারকারী।
জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন ভোরে বক্সিরহাট থানার অন্তর্গত জোড়াই মোড় অসম-বাংলা সীমানায় একটি পন্যবাহী ট্রাক আটক করে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তল্লাশি চালাতে গিয়ে চক্ষু চড়কগাছ হওয়ার উপক্রম। তল্লাশির সময় চালকের বসার আসনের নিচে গোপন কুঠুরি নজরে আসে তদন্তকারীদের। গোপন কুঠুরি খুলতেই দেখা যায়, ভেতরে রয়েছে প্রচুর পরিমাণ নেশার ওষুধ। মোট ২ কেজি ৭০৬ গ্রাম ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে এসটিএফ। এই নেশার ওষুধ পাচারের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে ৩ পাচারকারীকে।
ধৃতরা হলেন, খাইরুল ইসলাম, রাহিনুল হক এবং আবু আজাদ। এরা প্রত্যেকেই কোচবিহার জেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তারা আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। ধৃতরা ইয়াবা ট্যাবলেট অসম থেকে এনে বাংলার বিভিন্ন জেলায় পাচারের পরিকল্পনা ছিল।