উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যুদ্ধবিরতি চলছে গাজায় (Gaza)। তবে হামাসের সঙ্গে ইজরায়েলের লড়াই চলছে ওয়েস্টব্যাঙ্কে (West Financial institution)। জানা গিয়েছে, এই পরিস্থিতিতে জেনিন (Jenin) শহরে ইজরায়েলি বোমায় খতম হামাসের শীর্ষ কমান্ডার আয়সার আল সাদি।
সম্প্রতি তেল আভিভে বিস্ফোরণে পরপর তিনটি বাস উড়ে যায়। এরপরই উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আলোচনার পর ওয়েস্টব্যাঙ্কে সামরিক অভিযানের নির্দেশ দেন তিনি। সেই মতো ওয়েস্টব্যাঙ্কে অভিযানে নামে ইহুদি দেশটির সেনা। জেনিনের মতো একাধিক গুরুত্বপূর্ণ শহরে হামাসের (Hamas) ডেরা গুঁড়িয়ে দেওয়ার খবর পাওয়া গিয়েছে। আল সাদির মৃত্যুর খবর নিশ্চিত করে হামাস জানিয়েছে, ‘ইজরায়েলের (Israel) এই নতুন অপরাধ হামাসের সংগ্রাম থামিয়ে দিতে পারেব না।’
আয়সার আল সাদি হামাসের আল-কাসাম ব্রিগেডের শীর্ষ কমান্ডার ছিল। জেনিনে ইজরায়েলের সেনার বিরুদ্ধে একাধিকবার ষড়যন্ত্র করেছিল সে।